২১ আগস্ট গ্রেনেড হামলা একুশ বছরেও বিচার অসম্পূর্ণ ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২১ বছর পার হলেও এখনো চূড়ান্ত বিচার হয়নি। ২০০৪ সালের ২১ আগস্টের সেই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং অন্তত ৩০০ জন আহত হন। প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা, যিনি পরে টানা ১৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন।...
আমার স্বামী বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে গিয়েছেনঃ রিকশাচালকের স্ত্রী চুমকি ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) তাকে “জুলাই আন্দোলনের” একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।...
বিচার বিভাগের ভয়াবহ অবস্থা, গণমাধ্যমের স্বাধীনতায় শঙ্কাঃ মনজিল মোরসেদ প্রধান বিচারপতিকে রিমান্ডে নেওয়া এবং বিচার বিভাগের ওপর চলমান চাপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেছেন, “বিচারপতির রায় যদি কারও পছন্দ না হয়, তাহলে তাকে হাতকড়া পরিয়ে জেলে দেওয়া—এমন বিধান বাংলাদেশের আইনে নেই। কিন্তু আমাদের দেশে এটাই ঘটেছে। একজন সাবেক প্রধান বিচারপতিকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিচার বিভাগের এর চেয়ে বড় দুরবস্থা আর কী হতে পারে!”...