সর্বশেষ

কক্সবাজারে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘নির্বাক কারিগর’

জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬, ২২:০৬
কক্সবাজারে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘নির্বাক কারিগর’

কক্সবাজারে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘নির্বাক কারিগর’। আগন্তুক সাংস্কৃতিক সংসদের আয়োজনে শহরের শহীদ সুভাষ মিলনায়তন (পাবলিক লাইব্রেরি) প্রাঙ্গণে আগামী ৮ ও ৯ জানুয়ারি ২০২৬, প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি আগন্তুক সাংস্কৃতিক সংসদের পঞ্চম নাট্য প্রযোজনা।

 

নাটকটি রচনা করেছেন মনজুর আলম সিদ্দিকী এবং নির্দেশনা দিয়েছেন শহিদুল শ্যানন। প্রযোজনায় প্রণোদনা দিয়েছে কক্সবাজার পৌরসভা, ‘এইট ডেজ আ উইক’ ও অন্ত্যমিল। সার্বিক সহযোগিতায় রয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র ও আর্ট ক্লাব।

 

 

‘নির্বাক কারিগর’ নাটকটি মূলত শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক, নৈতিকতা এবং মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের গল্প তুলে ধরে। শৈশবের সেই শিক্ষকদের স্মৃতিচারণা—যারা পাঠদানের বাইরেও শিক্ষার্থীদের জীবনের দিকে গভীর নজর রাখতেন—এই নাটকের কেন্দ্রীয় উপজীব্য। একজন শিক্ষকের চোখে শিক্ষার্থীর সাফল্য যেমন আনন্দের, তেমনি ব্যর্থতা বয়ে আনে গ্লানি। নাটকটি এমন এক সমাজব্যবস্থার কথা বলে, যেখানে মূল্যবোধ ও মানবিক দায়িত্ব ছিল মুখ্য।

 

২০২২ সালে কক্সবাজারে প্রতিষ্ঠিত আগন্তুক সাংস্কৃতিক সংসদ স্বল্প সময়ে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছে। পথনাটক, মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সংগঠনটি নিয়মিত একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করছে। এর আগে সংগঠনটি ‘অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মতো’, ‘শোক থেকে শক্তি’, ‘চিত্রাঙ্গদা’, পথনাটক ‘অন্তরীপে দাঁড়িয়ে’, ‘কাক’সহ একাধিক উল্লেখযোগ্য প্রযোজনা উপহার দিয়েছে।

 

 

এবার মঞ্চে আসছে ‘নির্বাক কারিগর’-এর পূর্ণাঙ্গ রূপ, যা এর আগে ২০২৪ সালে পথনাটক হিসেবে পরিবেশিত হয়েছিল। আয়োজকদের আশা, নাটকটি দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলবে।

 

নাটকের টিকিট পাওয়া যাবে লাবণী মোড়ের কফিশপ ‘এইট ডেজ আ উইক’ অথবা প্রদর্শনীর আগে পাবলিক লাইব্রেরির কাউন্টার থেকে।

সব খবর