সর্বশেষ

বিএনপি যেকোনো সময়ে ‘জুলাই সনদে’ স্বাক্ষরের জন্য প্রস্তুতঃ সালাহউদ্দিন আহমদ

Md Ahad পাবনা
প্রকাশিত: ৬ অগাস্ট ২০২৫, ১২:৫৭
বিএনপি যেকোনো সময়ে ‘জুলাই সনদে’ স্বাক্ষরের জন্য প্রস্তুতঃ সালাহউদ্দিন আহমদ

বিএনপি যেকোনো সময় ‘জুলাই সনদ’-এ স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিএনপি ৩০ জুলাই সনদ হাতে পাওয়ার পরই কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে এবং সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেছে।

 

সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরও জানান, মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে এখনো বিএনপিকে কোনো আনুষ্ঠানিক দাওয়াত দেওয়া হয়নি।

 

সালাহউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক এবং রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ঘোষণাপত্রের প্রস্তাবনা ফেব্রুয়ারি মাসেই পায় বিএনপি এবং তারা তখনই তাদের অবস্থান জানিয়েছে। বিশেষ করে ২৬ মার্চকে কেন্দ্র করে ঘোষণাপত্রে যে প্রস্তাব ছিল, সেটির সাথে বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং তারা তা উপস্থাপন করতে চাননি।

 

তিনি আরও জানান, ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে যুক্ত করার প্রস্তাব রয়েছে। এ বিষয়ে বিএনপি সংশোধনী দিয়েছে। এই সংশোধনী যদি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না হয়, তাহলে ঘোষণাপত্র পাঠের পর দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

 

বিএনপি সহায়তা করছে না— এমন অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “সনদ বাস্তবায়ন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, বিএনপি সহযোগিতা করছে না বা নিশ্চয়তা ছাড়া সই করবে না, এটি সঠিক নয়। বরং বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।”

 

তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “এটা শুধু বিএনপির লড়াই নয়, গণতন্ত্রের পক্ষে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে একজোট হতে হবে।”

রাজনীতি থেকে আরও পড়ুন
সব খবর