জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। সেই সঙ্গে দলটির ফান্ডে এত টাকা কারা দিচ্ছে, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এনসিপির চাঁদাবাজি নিয়ে খোলামেলা বক্তব্যে তিনি এসব প্রশ্ন তোলেন।
এনসিপির উদ্দেশে সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, ‘ওরা যদি মনে করে ওদের নেতৃত্বে, ওদের আন্দোলনেই বাংলাদেশে স্বৈরাচার পতন হয়ে গেছে। তাহলে ছেলেগুলোর প্রটোকল লাগবে কেন?
তিনি বলেন, ‘যদি তারা মনে করে শেখ হাসিনা ওদের ভয়ে পালিয়ে চলে গেছে। তাহলে গোটা বাংলাদেশই তো ওদের। এখানে একটা চৌকিদার থাকা উচিত বলে আমি মনে করি না। এখানে একটা চৌকিদার কিংবা ওই আনসার-বিজিবিও থাকা উচিত নয়। কারণ গোটা বাংলাদেশ তো ওদের। গোটা বাংলাদেশে জনসমর্থন ওদের। ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কল্পনা করছে নিবন্ধন ছাড়াই!’
পাপিয়া বলেন, ‘ওরা ৬৪টা ডিস্ট্রিকে পার্টির কমিটি করার আগেই রাষ্ট্রীয় ক্ষমতার মতো বেশভূষা, বডি-ল্যাঙ্গুয়েজ এবং যে উপদেশগুলা দিচ্ছে সবাইকে—এইটা তো কোনো সদ্য জন্মপ্রাপ্ত নবজাতক শিশুর সংগঠন মনে হয় না।’
বিএনপির সাবেক সাংসদ বলেন, ‘তারা কোথায় যাবে, কোন হোটেলে থাকবে—তার খরচ কে দেবে? এই যে বিশাল লটবহর নিয়ে তারা যাচ্ছে, এই আয়-ব্যয়ের উৎস কী? জনসমক্ষে তারা প্রকাশ করেছে? তাদের শুভাকাঙ্ক্ষীরা টাকা দিচ্ছে, শুভাকাঙ্ক্ষীদের নামও তো আমরা জানতে চাই। হঠাৎ করে তাদের এই তিন মাসে এত শুভাকাঙ্ক্ষী জন্মাল কোথা থেকে?’
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শুভাকাঙ্ক্ষীর বৈধ পথে টাকা এলো কোথা থেকে? সব আওয়ামী লীগের সময় অবৈধভাবে ইনকাম করার টাকা, এসব নবজাতকের পেছনে সাবাল্য করার জন্য খরচা করে বৈধতা পাওয়ার যে চেষ্টা—এগুলো বাংলাদেশের মানুষের বুঝতে সমস্যা হয় না।’