জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ভাই ও বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে সরিয়ে রেখেই অনুষ্ঠিত হলো দলটির দশম জাতীয় সম্মেলন। শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবীণ নেতা আনিসুল ইসলাম মাহমুদ। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশিদসহ দলের বিভিন্ন অংশের নেতারা। সম্মেলনস্থলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো নেতাকর্মী স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে অংশ নেন।
জি এম কাদেরের বিরুদ্ধে সাংগঠনিক একনায়কতন্ত্রের অভিযোগ তুলে গত জুলাইয়ে তাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালতের নির্দেশে তার সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, এবং আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়।
সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “এটি এরশাদ সাহেবের নিবন্ধিত জাতীয় পার্টির সম্মেলন। বিভক্তি নয়, এটি ঐক্যের ডাক।” তিনি জানান, রওশন এরশাদ ও আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা সম্মেলনে থাকবেন।
মুজিবুল হক চুন্নু বলেন, “এই সম্মেলন হবে আত্মশুদ্ধি ও গণতান্ত্রিক নেতৃত্ব পুনর্গঠনের সূচনা।” নেতারা জানান, দলকে আওয়ামী লীগের ‘সখ্যের পাপ’ থেকে মুক্ত করতে এবং আগামী নির্বাচনে শক্তিশালীভাবে অংশ নিতে নেতৃত্বে পরিবর্তন জরুরি।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় তিন হাজার কাউন্সিলরদের কণ্ঠভোটে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। আর জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন এবিএম রুহুল আমিন হাওলাদার। এছাড়াও কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো-চেয়ারম্যান এবং মো. মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান পদে নির্বাচিত হন।