সর্বশেষ

সম্পর্কিত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বর্ষপূর্তিতে নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদন। আমাদের পাঠকদের জন্য প্রতিবেদনটির চুম্বকাংশ পুনর্লিখন করেছেন আমাদের আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদক।

অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের ব্যর্থতাঃ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও মানবাধিকার সংকটে বাংলাদেশ

গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগে সম্পাদক পরিষদের প্রতিবাদ

নাদিরা ইয়াসমিনকে হয়রানি ও ওএসডির প্রতিবাদে পেন ইন্টারন্যাশনালের বিবৃতি

অন্তর্বর্তী প্রশাসকের অধীনে পরীক্ষাসহ ৯ দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

বাংলাদেশে সাংবাদিক হত্যা নিয়ে ARTICLE 19-এর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

কিশোরগঞ্জে ১৭৫ প্রাথমিক বিদ্যালয় বেহালঃ ক্লাসরুম আছে, শিক্ষক-শিক্ষার্থী নেই

“ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান দুর্গ এবং মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী প্রতিষ্ঠান। যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনো ধরনের রাজনৈতিক আপস বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও ইতিহাসকে কলঙ্কিত করে।”

উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে সভা বয়কট ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও বিসিএলের

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৈধতা যাচাই না করে যদি ভিসি নিয়োগ দেওয়া হয়ে থাকে, তা অবৈধ।”

বাবা-ছেলের দ্বন্দ্বে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অচলাবস্থা, ইউজিসির তদন্ত কমিটি গঠন

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত মান আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণির সমতুল্য। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, শিক্ষার্থীরা ১১ বছর শিক্ষা পেয়েও মাত্র ৬.৫ বছরের মতো দক্ষতা অর্জন করছে। মুখস্থ পাঠদান, বিশ্লেষণধর্মী শিক্ষার অভাব ও প্রশিক্ষণহীন শিক্ষক এই সংকটের কারণ। শিক্ষার মান উন্নয়নে সময় ও বিনিয়োগ প্রয়োজন। শিক্ষার ঘাটতি অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

শিক্ষার গুণগত সংকটঃ এইচএসসি পাস শিক্ষার্থীদের মান আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণির সমান

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর দমন-পীড়নের নিন্দা ২০২ শিক্ষকের

প্রকাশিত: ১২ অগাস্ট ২০২৫, ১২:৩৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর দমন-পীড়নের নিন্দা ২০২ শিক্ষকের

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের ওপর ক্রমবর্ধমান দমন-পীড়ন, হয়রানি ও অধিকার হরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি, বহিষ্কারাদেশ বাতিল এবং মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শিক্ষকেরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, বেআইনি গ্রেফতার, বহিষ্কার, একাডেমিক কার্যক্রমে বাধা এবং সামাজিক অপপ্রচারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সামাজিক মাধ্যমে মতামত প্রকাশ করায় অনেক শিক্ষক বহিষ্কার, অপমান ও লাঞ্ছনার শিকার হচ্ছেন।

 

বিবৃতিতে বলা হয়, গবেষণা, প্রকাশনা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের পরিবর্তে শিক্ষক সমাজকে বিচ্ছিন্নকরণ, বিভাজন এবং অপমানের মাধ্যমে দমন করা হচ্ছে। একতরফা তদন্ত কমিটি গঠন করে অনেক শিক্ষককে একাডেমিক ও গবেষণাকর্ম থেকে বিরত রাখা হচ্ছে, এমনকি চাকরিচ্যুতও করা হচ্ছে। মব সংস্কৃতি, ট্যাগিং এবং অনলাইন অপপ্রচারের মাধ্যমে শিক্ষকদের মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।

 

বিবৃতিদাতারা উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দেওয়া বুদ্ধিজীবীদের উত্তরসূরিরা আজ চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে জীবনযাপন করছেন। এ ধরনের পদক্ষেপ স্বাধীন বাংলাদেশ, শিক্ষার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। এর ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার মান ও অসাম্প্রদায়িক চেতনা হুমকির মুখে পড়ছে।

 

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, অবিলম্বে শিক্ষকদের বিরুদ্ধে নেওয়া মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে। এছাড়া দেশের শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আন্তর্জাতিক শিক্ষক সমাজের সহযোগিতাও কামনা করেন।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহবুব আলম প্রদীপ স্বাক্ষরিত এই বিবৃতিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২০২ জন শিক্ষকের নাম যুক্ত রয়েছে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. তৌহিদা রশীদ, অধ্যাপক ড. শবনম জাহান, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দিন, অধ্যাপক ড. মুজিব উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক মো. কামরুজ্জামান সরকার, অধ্যাপক ড. মুসতাক আহমেদ, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস, অধ্যাপক ড. আজমল হুদা, অধ্যাপক ড. হাসান মুহাম্মদ ও অধ্যাপক আলাউদ্দিন খোকন প্রমুখ।

সব খবর