সর্বশেষ

চাকরিচ্যুতদের বিক্ষোভে পটিয়ায় ৬ ঘণ্টা ব্যাংক লেনদেন বন্ধ

প্রকাশিত: ১০ অগাস্ট ২০২৫, ২৩:১৫
“আমরা নিয়ম মেনে চাকরিতে যোগ দিয়েছিলাম। কিন্তু সরকার পরিবর্তনের পর চট্টগ্রামের লোকজনকে লক্ষ্য করে দফায় দফায় ছাঁটাই করা হয়েছে।”
চাকরিচ্যুতদের বিক্ষোভে পটিয়ায় ৬ ঘণ্টা ব্যাংক লেনদেন বন্ধ

চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে রবিবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ ছিল। আন্দোলনকারীরা বিভিন্ন ব্যাংকের সামনে তালা ঝুলিয়ে অবস্থান নেন, ফলে গ্রাহকরা ব্যাংকে প্রবেশ করতে পারেননি।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণাধীন সময়ে নিয়োগ পাওয়া সাত হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে বিনা নোটিসে চাকরিচ্যুত করা হয়েছে। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফাহ, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘চট্টগ্রাম ট্যাগ’ দিয়ে এই ছাঁটাই করা হয় বলে দাবি তাদের।

 

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক কর্মী আশরাফ আলী বলেন, “আমরা নিয়ম মেনে চাকরিতে যোগ দিয়েছিলাম। কিন্তু সরকার পরিবর্তনের পর চট্টগ্রামের লোকজনকে লক্ষ্য করে দফায় দফায় ছাঁটাই করা হয়েছে।” তিনি জানান, অনেকেই চাকরির শেষ বয়সে এসে নিয়োগ পেয়েছিলেন, এখন চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

পটিয়ার ইউএনও ফারহানুর রহমান জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দুপুরের দিকে ব্যাংকগুলোর সামনে থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হয়।

 

অগ্রণী ব্যাংকের পটিয়া শাখার ব্যবস্থাপক আবু ইব্রাহীম বলেন, “আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের ভেতরে ছিলেন, কিন্তু গ্রাহকরা প্রবেশ করতে পারেননি। যারা ঢুকতে পেরেছেন, তাদের সেবা দেওয়া হয়েছে।”

 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম বলেন, “চাকরিচ্যুতরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি।”

 

এই ঘটনার মাধ্যমে ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ও আঞ্চলিক বৈষম্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। চাকরিচ্যুতদের দাবি, তারা ন্যায়বিচার চান এবং চাকরিতে পুনর্বহালের সুযোগ চান।

সব খবর

আরও পড়ুন

শুল্কের চাপ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার ধাক্কায় পোশাক খাতজুড়ে উদ্বেগ

টানা তিন মাস রপ্তানি হ্রাস শুল্কের চাপ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার ধাক্কায় পোশাক খাতজুড়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে ১০০ কোটি ডলারের সয়াবিন কিনছে বাংলাদেশের তিন শিল্প প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র থেকে ১০০ কোটি ডলারের সয়াবিন কিনছে বাংলাদেশের তিন শিল্প প্রতিষ্ঠান

অক্টোবরে রপ্তানি আয় কমেছে ৭.৪৩ শতাংশ

তৈরি পোশাক খাতে বড় ধস অক্টোবরে রপ্তানি আয় কমেছে ৭.৪৩ শতাংশ

নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত

১২ মাসে ১৮২ কারখানা বন্ধ, কর্মসংস্থানে ধস নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত

নাজুক আর্থিক ব্যবস্থাপনায় চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভরশীল

তীব্র অর্থ সংকটে অন্তর্বর্তী সরকার নাজুক আর্থিক ব্যবস্থাপনায় চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভরশীল

সংকোচনমুখী মুদ্রানীতিতে বিপর্যয়ে বেসরকারি খাত

ভোটের আগে অর্থনীতিতে সতর্কতা সংকোচনমুখী মুদ্রানীতিতে বিপর্যয়ে বেসরকারি খাত

কোভিডকালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি

অন্তর্বর্তী সরকারের ওপর ব্যবসায়ীদের প্রকাশ্য অনাস্থা কোভিডকালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি

ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন

ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন