সর্বশেষ

কর কমালে বেতন-ভাতাও সংকটে পড়বে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫
কর কমালে বেতন-ভাতাও সংকটে পড়বে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন
বেতন-ভাতা সংকট

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “সবাই ট্যাক্স কমাতে বলে, কিন্তু কেউ দিতে চায় না। এভাবে চলতে থাকলে কিছুদিন পর হয়তো বেতন-ভাতাও দেওয়া সম্ভব হবে না।” সোমবার রাজধানীর ডিএসই ভবনে আয়োজিত ‘বন্ড ও সুকুক মার্কেট’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, উন্নত দেশগুলোতে উচ্চ কর দিলেও নাগরিকরা মানসম্পন্ন সেবা পান। কিন্তু বাংলাদেশে কর দিলেও সেবার ঘাটতি রয়েছে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করে। “ট্যাক্স দিলাম, কিন্তু সেবা পেলাম না—এটা তো মানুষ মেনে নেবে না,” মন্তব্য করেন তিনি।

 

ড. সালেহউদ্দিন এনবিআরকে উদ্দেশ্য করে বলেন, “সেবা ভালো দিলে মানুষ বেশি কর দিতে রাজি। কিন্তু যদি ঘুরিয়ে ঘুরিয়ে হয়রানি করেন, আবার বেশি ফি চান—তাহলে সেটা গ্রহণযোগ্য নয়।”

 

তিনি আরও বলেন, “দেশে ট্যাক্স ও নন-ট্যাক্স রেভিনিউ খুবই কম। অথচ বড় বড় প্রকল্পের দাবি আসে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সামাজিক নিরাপত্তা খাতে অর্থায়ন। স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবি থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।”

 

অর্থ উপদেষ্টা বিমা খাতের দুর্বলতা তুলে ধরে বলেন, “এটি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, জরুরি সংস্কার প্রয়োজন। একটি শক্তিশালী আর্থিক খাত গড়তে ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজার, বিমা এবং কর-ভিত্তিক বিশেষ ইনস্ট্রুমেন্ট অন্তর্ভুক্ত করতে হবে।”

 

পুঁজিবাজার সম্পর্কে তিনি বলেন, “শেয়ারবাজার থেকে সবসময় মুনাফা আসবে—এমন ধারণা ভুল। এখানে যেমন লাভের সুযোগ আছে, তেমনি ক্ষতির ঝুঁকিও রয়েছে। বিনিয়োগকারীদের বুঝতে হবে, শেয়ার ও বন্ডে বিনিয়োগ মানে ঝুঁকি ভাগ করে নেওয়া।”

 

তিনি বলেন, “বাংলাদেশের আর্থিক খাত অতিমাত্রায় ব্যাংকঋণের ওপর নির্ভরশীল। সরকারি ও বেসরকারি খাতের অনেকেই ঋণ নিয়ে ফেরত না দিয়ে পার পেয়ে যায়—এটাই আমাদের ট্র্যাজেডি।” ঝুঁকি ভাগাভাগির জন্য কার্যকর পুঁজিবাজার ও বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে তিনি মত দেন।

 

ড. সালেহউদ্দিন জানান, দেশে কর-জিডিপি অনুপাত মাত্র ৭.২ শতাংশ, যেখানে ব্রাজিলে তা ২৬ শতাংশ। জনগণ কর দিলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় আস্থা কমে যাচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন থাকলেও অর্থ সংকটে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে।

সব খবর

আরও পড়ুন

ঋণ প্রবৃদ্ধি ও রপ্তানি কমছে, নাজুক হচ্ছে অর্থনীতি

ঋণ প্রবৃদ্ধি ও রপ্তানি কমছে, নাজুক হচ্ছে অর্থনীতি

দুর্বল নীতি ও অব্যবস্থাপনায় গভীর ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

আইএমএফের কড়া সতর্কবার্তা দুর্বল নীতি ও অব্যবস্থাপনায় গভীর ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

শেয়ারবাজারে আরও পতন, সূচক সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন

শেয়ারবাজারে আরও পতন, সূচক সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন

সয়াবিন তেল লিটারে বাড়তে পারে ৯ টাকা ২৭ পয়সা

ফের বাড়ছে ভোজ্য তেলের দাম সয়াবিন তেল লিটারে বাড়তে পারে ৯ টাকা ২৭ পয়সা

শুল্কের চাপ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার ধাক্কায় পোশাক খাতজুড়ে উদ্বেগ

টানা তিন মাস রপ্তানি হ্রাস শুল্কের চাপ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার ধাক্কায় পোশাক খাতজুড়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে ১০০ কোটি ডলারের সয়াবিন কিনছে বাংলাদেশের তিন শিল্প প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র থেকে ১০০ কোটি ডলারের সয়াবিন কিনছে বাংলাদেশের তিন শিল্প প্রতিষ্ঠান

অক্টোবরে রপ্তানি আয় কমেছে ৭.৪৩ শতাংশ

তৈরি পোশাক খাতে বড় ধস অক্টোবরে রপ্তানি আয় কমেছে ৭.৪৩ শতাংশ

নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত

১২ মাসে ১৮২ কারখানা বন্ধ, কর্মসংস্থানে ধস নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত