সর্বশেষ

পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণঃ সংকটের সমাধান নাকি নতুন অনিশ্চয়তা?

প্রকাশিত: ৩০ অগাস্ট ২০২৫, ০১:১৬
পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণঃ সংকটের সমাধান নাকি নতুন অনিশ্চয়তা?

বাংলাদেশ ব্যাংক পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল, সোশ্যাল ও এক্সিম—একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে। ব্যাংক খাতের দীর্ঘদিনের দুর্বলতা, তারল্য সংকট ও ঋণখেলাপির বিপর্যয়ের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেষবারের মতো শুনানি শুরু হবে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে এই পাঁচ ব্যাংকের মোট আমানত কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায়, যেখানে ঋণের পরিমাণ ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। খেলাপি ঋণের হার ৭৭ শতাংশ, যার মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ৯৮ শতাংশে পৌঁছেছে। প্রভিশন ঘাটতি ৭৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

 

একীভূতকরণের সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার ২৫ হাজার কোটি চাওয়া হয়েছে বাজেট সহায়তা হিসেবে এবং ১০ হাজার কোটি আসবে আমানত বিমা ট্রাস্ট ফান্ড থেকে—যার জন্য আইন সংশোধনের প্রয়োজন হবে। অর্থাৎ, এই উদ্যোগের অর্থায়ন হবে জনগণের টাকায়।

 

তবে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক এই প্রক্রিয়ার বিরোধিতা করছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তারা অভিযোগ করেছেন, এস আলম গ্রুপ ব্যাংকটি দখল করে লুটপাট করেছে, এখন প্রকৃত মালিকদের মতামত ছাড়াই একীভূতকরণ চাপিয়ে দেওয়া হচ্ছে।

 

অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিকভাবে ব্যাংক একীভূতকরণ একটি স্বেচ্ছাপ্রসূত ও অডিটনির্ভর প্রক্রিয়া। বাংলাদেশে জোর করে একীভূত করলে সংকট আরও বাড়তে পারে। তবে ব্যাংক বন্ধ হলে গ্রাহকের ক্ষতি হবে, একীভূত হলে অন্তত আমানতের নিরাপত্তা বাড়বে।

 

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মতে, এই উদ্যোগ রাজনৈতিকভাবে জটিল এবং তদবির অর্থনীতির নতুন অধ্যায় শুরু হতে পারে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রক্রিয়াটি বাস্তবায়নে ৩০ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে, যা বন্ড ও বিদেশি সহায়তার মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

 

সব মিলিয়ে, এই একীভূতকরণ ব্যাংক খাতের জন্য বড় পরিবর্তন হলেও, এটি সংকটের সমাধান নাকি নতুন অনিশ্চয়তার সূচনা—তা নির্ভর করছে বাস্তবায়নের স্বচ্ছতা ও দক্ষতার ওপর।

সব খবর

আরও পড়ুন

জাতিসংঘের মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

প্রবৃদ্ধি পূর্বাভাস কমাল বিশ্বব্যাংক জাতিসংঘের মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি

অন্তর্বর্তী সরকারের প্রথম অর্থবছর (২০২৪-২৫) ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি

রপ্তানি কমতে কমতে ঋণাত্মক ধারায় চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি

অর্থবছরের প্রথমার্ধ শেষ রপ্তানি কমতে কমতে ঋণাত্মক ধারায় চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি

‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ’ নিয়ে এনজিও খাতের উদ্বেগ

‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ’ নিয়ে এনজিও খাতের উদ্বেগ

ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮.৪৯ শতাংশ

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিই প্রধান অনুঘটক ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮.৪৯ শতাংশ

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু

টাকা তুলতে চরম ভোগান্তি সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু

১২০০ টাকার এলপিজির জন্য গুণতে হচ্ছে ২০০০ টাকা

সরকারের উদাসীনতায় ভোক্তার নাভিশ্বাস ১২০০ টাকার এলপিজির জন্য গুণতে হচ্ছে ২০০০ টাকা

অর্থনীতির শুভ বছর আসবে কবে?

অর্থনীতির শুভ বছর আসবে কবে?