সর্বশেষ

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানীর সিদ্ধান্ত, প্রতি কেজি ১৫২১ টাকা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৩
দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানীর সিদ্ধান্ত, প্রতি কেজি ১৫২১ টাকা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে শর্তসাপেক্ষে ইলিশ রফতানি অনুমোদন দেওয়া হয়েছে। আগ্রহী রফতানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময়ে হার্ড কপিতে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদফতরের লাইসেন্সসহ প্রয়োজনীয় দলিল দাখিল করতে হবে।

 

প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫২১ টাকা (বর্তমান রেট অনুযায়ী)। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান পূর্বে আহ্বান ছাড়াই আবেদন করেছে, তাদেরও নতুন করে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

 

গত বছর দুর্গাপূজায় ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলেও পরে তা কমিয়ে ২ হাজার ৪২০ টনে নামিয়ে আনা হয়। এ বছর রফতানির পরিমাণ প্রায় অর্ধেক, যা নিয়ে রফতানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সময় ইলিশের চাহিদা তুঙ্গে থাকে। পদ্মার ইলিশকে ‘সেরা স্বাদ’ হিসেবে বিবেচনা করা হয়, যা উৎসবের রান্নায় অপরিহার্য। এ রফতানি সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে দেখছেন অনেকেই। তবে ব্যবসায়ীরা বলছেন, রফতানির অনুমোদন দেরিতে আসায় সময়সীমা সংকুচিত হয়েছে, ফলে বড় পরিসরে সরবরাহে সমস্যা হতে পারে।

 

বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে ইলিশের দাম ৯০০ থেকে ২,২০০ টাকা পর্যন্ত উঠেছে, যা রফতানির ঘোষণার পর আরও বাড়তে পারে।

 

এই সিদ্ধান্তকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা মতামত দেখা যাচ্ছে। কেউ একে ‘ইলিশ কূটনীতি’ বলছেন, আবার কেউ অভ্যন্তরীণ বাজারে প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

সব খবর

আরও পড়ুন

জাতিসংঘের মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

প্রবৃদ্ধি পূর্বাভাস কমাল বিশ্বব্যাংক জাতিসংঘের মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি

অন্তর্বর্তী সরকারের প্রথম অর্থবছর (২০২৪-২৫) ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি

রপ্তানি কমতে কমতে ঋণাত্মক ধারায় চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি

অর্থবছরের প্রথমার্ধ শেষ রপ্তানি কমতে কমতে ঋণাত্মক ধারায় চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি

‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ’ নিয়ে এনজিও খাতের উদ্বেগ

‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ’ নিয়ে এনজিও খাতের উদ্বেগ

ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮.৪৯ শতাংশ

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিই প্রধান অনুঘটক ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮.৪৯ শতাংশ

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু

টাকা তুলতে চরম ভোগান্তি সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু

১২০০ টাকার এলপিজির জন্য গুণতে হচ্ছে ২০০০ টাকা

সরকারের উদাসীনতায় ভোক্তার নাভিশ্বাস ১২০০ টাকার এলপিজির জন্য গুণতে হচ্ছে ২০০০ টাকা

অর্থনীতির শুভ বছর আসবে কবে?

অর্থনীতির শুভ বছর আসবে কবে?