সর্বশেষ

‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৯:২১
‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বলে জানিয়েছে। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন, বিনিয়োগ বা চাকরির প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি জাতীয় কিছু পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনটিতে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমোদন পেতে যাচ্ছে।

 

কিন্তু বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমএফএস চালুর অনুমোদনের আবেদন পাওয়া যায়নি। এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নয়।

 

বাংলাদেশে আর্থিক লেনদেন পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র সংস্থা বাংলাদেশ ব্যাংক। তাই কোনো প্রতিষ্ঠান যদি এমএফএস চালুর দাবি করে, তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘সহজক্যাশ’-এর সঙ্গে লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি বা বিনিয়োগের প্রলোভন দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করার চেষ্টা নতুন নয়। তাই নাগরিকদের উচিত—যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া।

 

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুগে প্রতারণার ধরন পাল্টেছে। এখন ভুয়া প্রতিষ্ঠান অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে, মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করছে। তাই সচেতনতা বাড়ানো জরুরি।

 

বাংলাদেশ ব্যাংকের এই সতর্কতা সাধারণ নাগরিকদের প্রতারণা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে তারা আহ্বান জানিয়েছেন, গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে এ ধরনের ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচার জোরদার করার জন্য।

সব খবর

আরও পড়ুন

জাতিসংঘের মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

প্রবৃদ্ধি পূর্বাভাস কমাল বিশ্বব্যাংক জাতিসংঘের মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি

অন্তর্বর্তী সরকারের প্রথম অর্থবছর (২০২৪-২৫) ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি

রপ্তানি কমতে কমতে ঋণাত্মক ধারায় চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি

অর্থবছরের প্রথমার্ধ শেষ রপ্তানি কমতে কমতে ঋণাত্মক ধারায় চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি

‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ’ নিয়ে এনজিও খাতের উদ্বেগ

‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ’ নিয়ে এনজিও খাতের উদ্বেগ

ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮.৪৯ শতাংশ

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিই প্রধান অনুঘটক ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮.৪৯ শতাংশ

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু

টাকা তুলতে চরম ভোগান্তি সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু

১২০০ টাকার এলপিজির জন্য গুণতে হচ্ছে ২০০০ টাকা

সরকারের উদাসীনতায় ভোক্তার নাভিশ্বাস ১২০০ টাকার এলপিজির জন্য গুণতে হচ্ছে ২০০০ টাকা

অর্থনীতির শুভ বছর আসবে কবে?

অর্থনীতির শুভ বছর আসবে কবে?