সর্বশেষ

‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৯:২১
‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বলে জানিয়েছে। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন, বিনিয়োগ বা চাকরির প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি জাতীয় কিছু পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনটিতে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমোদন পেতে যাচ্ছে।

 

কিন্তু বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমএফএস চালুর অনুমোদনের আবেদন পাওয়া যায়নি। এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নয়।

 

বাংলাদেশে আর্থিক লেনদেন পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র সংস্থা বাংলাদেশ ব্যাংক। তাই কোনো প্রতিষ্ঠান যদি এমএফএস চালুর দাবি করে, তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘সহজক্যাশ’-এর সঙ্গে লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি বা বিনিয়োগের প্রলোভন দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করার চেষ্টা নতুন নয়। তাই নাগরিকদের উচিত—যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া।

 

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুগে প্রতারণার ধরন পাল্টেছে। এখন ভুয়া প্রতিষ্ঠান অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে, মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করছে। তাই সচেতনতা বাড়ানো জরুরি।

 

বাংলাদেশ ব্যাংকের এই সতর্কতা সাধারণ নাগরিকদের প্রতারণা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে তারা আহ্বান জানিয়েছেন, গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে এ ধরনের ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচার জোরদার করার জন্য।

সব খবর

আরও পড়ুন

বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা

বিনিয়োগে ধাক্কা, অর্থনীতিতে মন্দা বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা

চার বছরের মধ্যে দারিদ্র্যের হার সর্বোচ্চ, শ্রমবাজারে বিপর্যয়

বিশ্বব্যাংকের পূর্বাভাস চার বছরের মধ্যে দারিদ্র্যের হার সর্বোচ্চ, শ্রমবাজারে বিপর্যয়

আইএমএফ ঋণ কর্মসূচির প্রভাবে বাংলাদেশে বেকারত্ব বাড়ছে

আইএমএফ ঋণ কর্মসূচির প্রভাবে বাংলাদেশে বেকারত্ব বাড়ছে

সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি কমেছে ৫.৬৬ শতাংশ, সামগ্রিক রপ্তানি আয় হ্রাস ৪.৬১ শতাংশ

যুক্তরাষ্ট্রের শুল্কারোপে ধাক্কা সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি কমেছে ৫.৬৬ শতাংশ, সামগ্রিক রপ্তানি আয় হ্রাস ৪.৬১ শতাংশ

বৃষ্টির অজুহাতে সবজির বাজারে আগুন, মরিচ-বেগুনে ক্রেতার হাঁসফাঁস

বৃষ্টির অজুহাতে সবজির বাজারে আগুন, মরিচ-বেগুনে ক্রেতার হাঁসফাঁস

একীভূত হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: গ্রাহকের টাকা কতটা নিরাপদ?

একীভূত হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: গ্রাহকের টাকা কতটা নিরাপদ?

নাসা গ্রুপের ১৬ কারখানা বন্ধ, ৩০ হাজার শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত

নাসা গ্রুপের ১৬ কারখানা বন্ধ, ৩০ হাজার শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত

আগাম নোটিশ ছাড়াই ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ কর্মকর্তা ওএসডি

ইসলামী ব্যাংকে নজিরবিহীন অভিযান আগাম নোটিশ ছাড়াই ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ কর্মকর্তা ওএসডি