দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকের মূলধন হিসেবে সরকার ২০ হাজার কোটি টাকা অর্থ সহায়তা দেবে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক হলো:
নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে—‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, যার বিপরীতে পরিশোধিত মূলধন প্রয়োজন হবে ৩৫ হাজার কোটি টাকা।
মূলধন সংগ্রহের ক্ষেত্রে ‘বেইল-ইন’ প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা হবে। অবশিষ্ট ২০ হাজার কোটি টাকা সরকার সরাসরি মূলধন হিসেবে প্রদান করবে।
এই উদ্যোগকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব ব্যাংক আর্থিক সংকটে ছিল এবং গ্রাহক আস্থা হ্রাস পাচ্ছিল। একীভূতকরণের মাধ্যমে পরিচালন কাঠামো, সুশাসন ও মূলধন কাঠামো শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।