সর্বশেষ

ব্যাংক খাতে রেকর্ড চাপ

খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়ালো

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৩০
খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়ালো

দেশের ব্যাংক খাতে চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মাত্র নয় মাসেই খেলাপি ঋণ প্রায় ৩ লাখ কোটি টাকা বেড়ে যাওয়ায় আর্থিক খাতে সুশাসন নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। সে তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়টিতে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৯৮ হাজার ৭৫০ কোটি টাকা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে ব্যাংক খাতে অনিয়ম, নামে-বেনামে ঋণ বিতরণ, ঋণ নবায়নের সংস্কৃতি এবং দুর্বল নজরদারির কারণে খেলাপির পরিমাণ অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক মান অনুযায়ী ঋণ শ্রেণিকরণ (ক্লাসিফিকেশন) কঠোর করাও খেলাপি ঋণ বৃদ্ধির একটি কারণ বলে তারা মনে করেন।

 

চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা এখন খেলাপি হিসেবে চিহ্নিত। গত বছরের একই সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭১৮ কোটি টাকা।

 

বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের জুনে নন-পারফর্মিং ঋণের হার ছিল ১২ দশমিক ২ শতাংশ। ২০২৪ সালের মার্চে তা বেড়ে হয় ২৪ দশমিক ৬ শতাংশ। আর চলতি বছরের জুন শেষে মোট ঋণ ও অগ্রিম দাঁড়ায় ১৭ লাখ ৩৪ হাজার ২০০ কোটি টাকা, যার মধ্যে ৫ লাখ ৯৯ হাজার ৯৬৪ কোটি টাকা খেলাপি হয়ে যায়।

 

বিশেষজ্ঞদের মতে, গত ১৬ বছরে ব্যাপক অনিয়ম, রাজনৈতিক প্রভাব, প্রতারণা ও দুর্বল তদারকির ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা অস্বাভাবিকভাবে বেড়েছে। ১৯৯৯ সালে খেলাপি ঋণের হার রেকর্ড ৪১ দশমিক ১ শতাংশে পৌঁছালেও পরে তা কমে ২০১১ সালে ৬ দশমিক ১ শতাংশে নেমে এসেছিল। কিন্তু এরপর থেকে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়, যা বর্তমানে সর্বোচ্চ সংকটে পৌঁছেছে।

সব খবর

আরও পড়ুন

জাতিসংঘের মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

প্রবৃদ্ধি পূর্বাভাস কমাল বিশ্বব্যাংক জাতিসংঘের মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি

অন্তর্বর্তী সরকারের প্রথম অর্থবছর (২০২৪-২৫) ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি

রপ্তানি কমতে কমতে ঋণাত্মক ধারায় চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি

অর্থবছরের প্রথমার্ধ শেষ রপ্তানি কমতে কমতে ঋণাত্মক ধারায় চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি

‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ’ নিয়ে এনজিও খাতের উদ্বেগ

‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ’ নিয়ে এনজিও খাতের উদ্বেগ

ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮.৪৯ শতাংশ

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিই প্রধান অনুঘটক ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮.৪৯ শতাংশ

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু

টাকা তুলতে চরম ভোগান্তি সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু

১২০০ টাকার এলপিজির জন্য গুণতে হচ্ছে ২০০০ টাকা

সরকারের উদাসীনতায় ভোক্তার নাভিশ্বাস ১২০০ টাকার এলপিজির জন্য গুণতে হচ্ছে ২০০০ টাকা

অর্থনীতির শুভ বছর আসবে কবে?

অর্থনীতির শুভ বছর আসবে কবে?