সর্বশেষ

ডাকসু নির্বাচন

স্থগিত চেয়ে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি শিবির কর্মীর

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০
স্থগিত চেয়ে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি শিবির কর্মীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীতা সংক্রান্ত রিট আবেদনকারী এক ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিবির কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন।

 

সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টে রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ এলে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র আলী হোসেন ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”

 

পরবর্তীতে আলী হোসেন একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে তার আগের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টগুলোতে জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে, যেখানে তিনি নিজেকে শিবির সমর্থক হিসেবেও পরিচয় দিয়েছেন।

 

রিটকারী শিক্ষার্থী ফাহমিদা আলম তিন বামসংগঠন সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী। তিনি অভিযোগ করেছেন, ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদ বিশ্ববিদ্যালয় আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রার্থিতা প্রশ্নবিদ্ধ হওয়ায় তিনি আদালতে রিট করেন। এ কারণেই তিনি সামাজিক মাধ্যমে সাইবার বুলিং ও হুমকির শিকার হচ্ছেন বলে জানান।

 

এ ঘটনায় ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, “রিট করার জন্য গণধর্ষণের হুমকি দেওয়ার অধিকার কারও নেই। আলী হোসেনের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।”

 

গণতান্ত্রিক ছাত্রসংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের হুমকির মতো জঘন্য ঘটনা বরদাশত করা হবে না।” এজিএস প্রার্থী আশরেফা খাতুনও দ্রুত অভিযুক্তকে শাস্তির আওতায় আনার দাবি জানান।

 

অন্যদিকে, ছাত্রদল এই ঘটনায় মঙ্গলবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনের বিবৃতিতে বলা হয়, প্রকাশ্যে গণধর্ষণের হুমকি এবং সাইবার বুলিংয়ের মতো ঘটনায় ছাত্রসমাজ উদ্বিগ্ন।

সব খবর

আরও পড়ুন

প্রাথমিক পেরোনো শিক্ষার্থীর অর্ধেকও পৌঁছায় না দশম শ্রেণিতে

পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের জরিপ প্রাথমিক পেরোনো শিক্ষার্থীর অর্ধেকও পৌঁছায় না দশম শ্রেণিতে

আজ থেকে মাউশিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডাররা

আজ থেকে মাউশিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডাররা

বছরে ২০ হাজার কোটি টাকার কোচিং-বাণিজ্য

শিক্ষা যেন বাণিজ্যিক পণ্য বছরে ২০ হাজার কোটি টাকার কোচিং-বাণিজ্য

‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস’ বাদ, প্রশ্ন উঠছে উদ্দেশ্য নিয়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন আবশ্যিক কোর্স ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস’ বাদ, প্রশ্ন উঠছে উদ্দেশ্য নিয়ে

ইউনূস সরকারের ব্যর্থতায় মার্চের আগে সব বই পাবে না ১ কোটির বেশি শিক্ষার্থী

ঝুঁকিতে শিক্ষাজীবন ইউনূস সরকারের ব্যর্থতায় মার্চের আগে সব বই পাবে না ১ কোটির বেশি শিক্ষার্থী

৩৭ সরকারি মেডিকেলে এমবিবিএস আসন পুনর্বিন্যাস

কমলো ৩৫৫, বাড়লো ৭৫ ৩৭ সরকারি মেডিকেলে এমবিবিএস আসন পুনর্বিন্যাস

তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলমান

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলমান

বন্ধ হলো ১ লাখ ৩১ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল বন্ধ হলো ১ লাখ ৩১ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা