সর্বশেষ

জামায়াতপন্থি শিক্ষকদের রাকসু নির্বাচনে থাকার ঘোষণা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৮
“আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। এখন পর্যন্ত প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেই।” — জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
জামায়াতপন্থি শিক্ষকদের রাকসু নির্বাচনে থাকার ঘোষণা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতপন্থি শিক্ষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ চলার মধ্যেই জামায়াতে ইসলামীপন্থি শিক্ষকরা রাকসু নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

 

সোমবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সংবাদকর্মীদের ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জে এ এম সকিলউর রহমান। তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসিয়াল কার্যক্রমে শিক্ষকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ২০ সেপ্টেম্বর ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত দোষীদের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

 

শাটডাউন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় অংশ তাদের সংগঠনের সঙ্গে যুক্ত, যারা শাটডাউন পালন করছেন, তাদের বিষয়ে কোনো মন্তব্য নেই। তবে তারা নিজেদের জায়গা থেকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবেন।

 

এর আগে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ‘শিক্ষকদের লাঞ্ছনার’ প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে। ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম জানান, “আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। এখন পর্যন্ত প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেই। জামায়াতপন্থি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা সম্পর্কে আমরা কিছু জানি না।”

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীরা এখন দেখছেন, নির্বাচনের দায়িত্ব পালন ও শাটডাউন কর্মসূচির মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা হবে। একদিকে শিক্ষকদের শাটডাউন আন্দোলন চলছে, অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছু শিক্ষক দায়িত্ব পালন করছেন।

 

এই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

সব খবর

আরও পড়ুন

প্রাথমিক পেরোনো শিক্ষার্থীর অর্ধেকও পৌঁছায় না দশম শ্রেণিতে

পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের জরিপ প্রাথমিক পেরোনো শিক্ষার্থীর অর্ধেকও পৌঁছায় না দশম শ্রেণিতে

আজ থেকে মাউশিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডাররা

আজ থেকে মাউশিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডাররা

বছরে ২০ হাজার কোটি টাকার কোচিং-বাণিজ্য

শিক্ষা যেন বাণিজ্যিক পণ্য বছরে ২০ হাজার কোটি টাকার কোচিং-বাণিজ্য

‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস’ বাদ, প্রশ্ন উঠছে উদ্দেশ্য নিয়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন আবশ্যিক কোর্স ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস’ বাদ, প্রশ্ন উঠছে উদ্দেশ্য নিয়ে

ইউনূস সরকারের ব্যর্থতায় মার্চের আগে সব বই পাবে না ১ কোটির বেশি শিক্ষার্থী

ঝুঁকিতে শিক্ষাজীবন ইউনূস সরকারের ব্যর্থতায় মার্চের আগে সব বই পাবে না ১ কোটির বেশি শিক্ষার্থী

৩৭ সরকারি মেডিকেলে এমবিবিএস আসন পুনর্বিন্যাস

কমলো ৩৫৫, বাড়লো ৭৫ ৩৭ সরকারি মেডিকেলে এমবিবিএস আসন পুনর্বিন্যাস

তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলমান

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলমান

বন্ধ হলো ১ লাখ ৩১ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল বন্ধ হলো ১ লাখ ৩১ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা