সর্বশেষ

ভিকারুননিসায় হিজাব বিতর্ক

‘সাজানো’ অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ

প্রকাশিত: ২৯ অগাস্ট ২০২৫, ০২:৩৭
‘সাজানো’ অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরা নিয়ে বিতর্কের জেরে ষষ্ঠ শ্রেণির ২২ ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষকরা এই অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘পরিকল্পিত’ বলে দাবি করে প্রতিবাদে নেমেছেন।


মঙ্গলবার অ্যাডহক কমিটির সিদ্ধান্তে শিক্ষককে বরখাস্ত করা হয়। পরদিন বুধবার বসুন্ধরা শাখায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্ল্যাকার্ড হাতে মিছিল ও সমাবেশ করেন। তাদের দাবি, শিক্ষক হিজাব পরা নিষেধ করেননি, বরং সঠিকভাবে পরার পরামর্শ দিয়েছিলেন।
 

ঘটনার সূত্রপাত ২৪ আগস্ট, যখন কিছু ছাত্রী ড্রেসকোড না মেনে স্কুলে আসে। ভলান্টিয়ার শিক্ষার্থীরা ড্রেসকোড যাচাই করছিল, তখন শিক্ষক ফজিলাতুন নাহার ক্লাসে প্রবেশ করে যাদের পোশাক ঠিক ছিল তাদের ক্লাসে রেখে বাকিদের বাইরে গিয়ে পোশাক ঠিক করে আসতে বলেন। একজন ছাত্রী হিজাব পরার নিয়ম জানতে চাইলে তিনি বলেন, পরদিন তা শেখানো হবে।
 

তবে কিছু গণমাধ্যমে “হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দেওয়া হয়েছে”—এমন প্রতিবেদন প্রকাশিত হলে শিক্ষককে বরখাস্ত করা হয়। ফজিলাতুন নাহার বলেন, “আমি কাউকে বের করে দিইনি। বরং ড্রেসকোড ঠিক রাখতে বলেছি।”
 

অ্যাডহক কমিটির বরখাস্তের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদ ও অভিভাবকরা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “অ্যাডহক কমিটি নিয়োগ বা বরখাস্ত করতে পারে না।” অভিভাবক ঐক্য ফোরামও বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।
 

সাবেক অধ্যক্ষ হাসিনা বেগম বলেন, “ফজিলাতুন নাহার ভদ্র ও দায়িত্বশীল শিক্ষক। এমন কাজ তিনি করতে পারেন বলে বিশ্বাস করি না।” সাবেক শিক্ষার্থী আনিসা করিম বলেন, “আমার অভিজ্ঞতায় কোনো শিক্ষক কখনও হিজাব নিয়ে আপত্তি করেননি।”
 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমাদের আপার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমরা তার পুনর্বহাল চাই এবং যারা অপপ্রচার করেছে তাদের শাস্তি চাই।”
 

এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও আইনগত ব্যাখ্যার দাবি উঠেছে। শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ঘটনাটি।

সব খবর