বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা পদোন্নতি বৈষম্যের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। ‘নো প্রমোশন–নো ওয়ার্ক’ নীতিতে ক্লাস বর্জন করে সারাদেশের সরকারি কলেজগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হওয়ায় আজ বুধবার (১৯ নভেম্বর) থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) চত্বরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন প্রভাষকরা।
মঙ্গলবার রংপুর কারমাইকেল কলেজে আয়োজিত অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে কলেজের মার্কেটিং বিভাগের সিনিয়র প্রভাষক ও বিসিএস ৩২তম ব্যাচের কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, “রাষ্ট্রের ২৬টি ক্যাডারের মধ্যে ২৫টির পদোন্নতি নিয়মমাফিক হলেও শিক্ষা ক্যাডারের পদোন্নতি এক যুগ ধরে আটকে আছে। এ বৈষম্য অগ্রহণযোগ্য। আমাদের ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে, যা ক্ষোভের জন্ম দিয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে ফিরতে চাই, কিন্তু তার আগে রাষ্ট্রকে আমাদের ন্যায্য দাবি পূরণ করতে হবে।”
কারমাইকেল কলেজে সকাল থেকেই শহীদ মিনারের পাদদেশে প্রভাষকরা অবস্থান নিলে ক্লাস কার্যক্রম ব্যাহত হয়। শুধু রংপুর নয়, সারাদেশের সরকারি কলেজগুলোতে একই কর্মসূচি চলতে থাকে।
বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক ক্যাডার পরিষদের আহ্বায়ক ও ৩৩তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল লতিফ বলেন, “২৪ জুলাইয়ের পর থেকে সরকার বৈষম্য দূর করার কোনো উদ্যোগ নেয়নি। এতে আমরা গভীরভাবে ক্ষুব্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। প্রয়োজন হলে সারাদেশের প্রভাষকরা ঢাকায় সমবেত হবেন।”
তিনি আরও জানান, আজ বুধবার থেকে মাউশি চত্বরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।