সর্বশেষ

ভিসি-প্রোভিসিদের ভয়াবহ দুর্নীতি

আত্মীয় নিয়োগের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের হানা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:১০
আত্মীয় নিয়োগের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের হানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ভয়াবহ অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে সরাসরি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ জানুয়ারি) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর একটি এনফোর্সমেন্ট টিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম।

 

অভিযানকালে দুদকের কর্মকর্তারা উপাচার্যের দফতরে উপস্থিত হয়ে নিয়োগসংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ও নথি সংগ্রহ করেন। দুদক সূত্র জানায়, প্রাথমিকভাবে সংগৃহীত নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, গত ১৫ মাসে অনুষ্ঠিত একাধিক সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি এবং স্থায়ীকরণ সংক্রান্ত নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলোর অনেকগুলোতেই অনিয়মের অভিযোগ রয়েছে।

 

বিশেষভাবে ৫৬৫তম সিন্ডিকেট সভায় ৯টি বিভাগে শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই সভায় প্রভাষক পদে ফিন্যান্স বিভাগে প্রো-ভিসি (একাডেমিক)-এর কন্যা, ক্রিমিনোলজি বিভাগে প্রো-ভিসি (প্রশাসন)-এর ভাগনে এবং বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ পদে রেজিস্ট্রারের ভাইকে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

 

এ ছাড়া বাংলা বিভাগ এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে দুদক। বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের নিয়োগবিধি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

 

দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম জানান, সংগৃহীত নথিপত্রের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগ বিস্তারিতভাবে যাচাই-বাছাই করে দ্রুত কমিশনের দফতরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

সব খবর

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার শুভেচ্ছা ব্যানার

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার শুভেচ্ছা ব্যানার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক শিক্ষক হেনস্তার পরও নীরব প্রশাসন

‘সাধারণ শিক্ষার্থী’ নাম দিয়ে শিবিরের মব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক শিক্ষক হেনস্তার পরও নীরব প্রশাসন

ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রীদের ‘প্রবেশ নিষিদ্ধ’

সিদ্ধান্ত কে দিলো শিক্ষার্থীদের প্রশ্ন ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রীদের ‘প্রবেশ নিষিদ্ধ’

এইচএসসি নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা

এইচএসসি নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা

নেপথ্যে ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য

প্রতিবছর পাঠ্যবই বিলম্বে ছাপা নেপথ্যে ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য

অস্থিরতা ও অনিশ্চয়তায় শিক্ষা খাত

বছর শেষে বাংলাদেশ অস্থিরতা ও অনিশ্চয়তায় শিক্ষা খাত

প্রাথমিকে নতুন মূল্যায়ন পদ্ধতি, অসন্তোষ-অস্থিরতার শঙ্কা

প্রাথমিকে নতুন মূল্যায়ন পদ্ধতি, অসন্তোষ-অস্থিরতার শঙ্কা

এনসিটিবির কারসাজিতে ১ জানুয়ারি বই পাচ্ছে না কোটি শিক্ষার্থী

নতুন বছরে বইয়ের গন্ধ নেই, আছে দুর্নীতির ধোঁয়া এনসিটিবির কারসাজিতে ১ জানুয়ারি বই পাচ্ছে না কোটি শিক্ষার্থী