২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেবেন এবং একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবেন। তার ভাষায়,
“এটি আমাদের সরকারের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়।”
ইউনূস বলেন, নির্বাচন যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতিসম্পন্ন হয়, তা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহায়তা দেবে। “এবারের নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যে আমরা কাল থেকেই প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু করব,” বলেন তিনি।
নারী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা এবং প্রথমবার ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। গত ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার “বকেয়া আনন্দসহ মহাআনন্দে” ভোট দিতে পারবেন বলেও মন্তব্য করেন ইউনূস।
“নির্বাচনের দিনটিকে আমরা উৎসবে পরিণত করতে চাই। সবাই যেন সন্তানদের নিয়ে ভোটকেন্দ্রে যান এবং নাগরিক অধিকার প্রয়োগের এই স্মরণীয় মুহূর্ত পরবর্তী প্রজন্মকে জানাতে পারেন,” বলেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান।