বিগত এক বছরে বিভিন্ন দেশ থেকে ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক দেশে ফিরেছেন, যাদের অধিকাংশই ছিলেন আনডকুমেন্টেড অর্থাৎ বৈধ কাগজপত্রবিহীন অবস্থায়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই পরিসংখ্যান বাংলাদেশের অভিবাসন বাস্তবতায় নতুন চ্যালেঞ্জ তুলে ধরেছে।
ফেরত আসার দেশভিত্তিক সংখ্যা:
সৌদি আরব: ২৫,০৭৩ জন
মালয়েশিয়া: ৪,৫০৪ জন
ওমান: ৪,০৮০ জন
সংযুক্ত আরব আমিরাত (UAE): ৩,৫০১ জন
কুয়েত: ২,৩৬০ জন
বিশ্লেষকরা বলছেন, দেশে ফেরত আসা এই শ্রমিকদের অধিকাংশই চুক্তিভিত্তিক কর্মসংস্থান না থাকা, বৈধতা হারানো কিংবা আইনি জটিলতার কারণে নিজ দেশে ফিরে এসেছেন। সৌদি আরব থেকে সর্বোচ্চ সংখ্যক শ্রমিক ফেরত আসার বিষয়টি মধ্যপ্রাচ্য কেন্দ্রীক অভিবাসন নীতির কঠোরতা প্রতিফলন করে।
এত বিপুল সংখ্যক ফেরত শ্রমিকদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং মানসিক সহায়তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর নতুন পরিকল্পনা ও বাস্তব পদক্ষেপ জরুরি। না হলে, এই জনগোষ্ঠী অর্থনৈতিক ও সামাজিক সংকটে পড়তে পারে বলে সতর্ক করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: ব্র্যাক মাইগ্রশন প্রোগ্রাম