সর্বশেষ

সম্পর্কিত

গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগে সম্পাদক পরিষদের প্রতিবাদ

নাদিরা ইয়াসমিনকে হয়রানি ও ওএসডির প্রতিবাদে পেন ইন্টারন্যাশনালের বিবৃতি

দোষীদের বিচারের দাবিতে সিপিজে’র আহ্বান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। একই সময়ে তিনজন সাংবাদিক নিহত হন, তবে তুহিন হত্যাকাণ্ডের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।

সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছেঃ স্বাধীনতা ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

“জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ওপর বসে থাকা অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির তথ্য আমার কাছে আছে। গোয়েন্দা সংস্থার কাছেও এসব প্রমাণ রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” তিনি আরও বলেন, “একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।”

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ তুললেন সাবেক সচিব

বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত ও ভয়াল এক দিন

“ভারত প্রত্যাশা করে, বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ নাকচ করল ভারত

ডেঙ্গু রোগী ২৭ হাজার ছাড়ালো, মৃত্যু ১০৫ জনের

অন্তর্বর্তী সরকারের প্রশাসনে সংকটঃ ৮২ ব্যাচের প্রাধান্য, অবসরপ্রাপ্তদের পুনঃনিয়োগ এবং ওএসডি সংস্কৃতির প্রভাব

রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার মৌখিক নির্দেশ কেন দরকার পড়লো?

অধ্যাপক ড. আবুল বারকাতের মুক্তির দাবিতে শতাধিক বিশিষ্টজনের বিবৃতি

প্রকাশিত: ১৮ অগাস্ট ২০২৫, ০১:০১
অধ্যাপক ড. আবুল বারকাতের মুক্তির দাবিতে শতাধিক বিশিষ্টজনের বিবৃতি

দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবুল বারকাতকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী ও চিন্তাশীল নাগরিকরা। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এভাবে একজন সম্মানিত শিক্ষকের প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

বিবৃতিতে বলা হয়, বিপত্নীক ৭২ বছর বয়সী অধ্যাপক বারকাত দীর্ঘদিন ধরে হৃদরোগ, স্ট্রোক-পরবর্তী জটিলতা, ফুসফুসের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা অসুখে ভুগছেন। তাঁকে প্রতিদিন নিয়মিত ওষুধ সেবন ও সপ্তাহে একাধিকবার ফিজিওথেরাপি নিতে হয়। অতীতে দু’বার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই অবস্থায় কারাবন্দি রাখা তাঁর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

অতএব মানবিক বিবেচনায় অধ্যাপক বারকাতকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, গবেষক খুশী কবীর, সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক সেলিম রায়হানসহ দেশি-বিদেশি শতাধিক শিক্ষক, গবেষক, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

 

তাঁরা মনে করেন, একজন আজীবন প্রগতিশীল চিন্তক ও শিক্ষককে অন্যায়ভাবে হেয়প্রতিপন্ন করা দেশের একাডেমিক অঙ্গনের জন্যও নেতিবাচক বার্তা বহন করবে।

সব খবর