সর্বশেষ

২০২৫ সালে প্রবাসীদের জন্য সেরা দেশগুলোর তালিকা প্রকাশ: জীবনযাত্রা, কর্মসংস্থান ও সামাজিক সংযোগে এগিয়ে যাঁরা

ফিচার ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫৩
২০২৫ সালে প্রবাসীদের জন্য সেরা দেশগুলোর তালিকা প্রকাশ: জীবনযাত্রা, কর্মসংস্থান ও সামাজিক সংযোগে এগিয়ে যাঁরা

বিশ্বজুড়ে কর্মসংস্থান, জীবনযাত্রা ও নিরাপত্তার খোঁজে লাখো মানুষ প্রতিবছর দেশান্তরী হন। ২০২৫ সালে কোন দেশগুলো প্রবাসীদের জন্য সবচেয়ে উপযোগী—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি ট্রাভেল সম্প্রতি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উঠে এসেছে বিশ্বের সেরা প্রবাসবান্ধব দেশগুলোর তালিকা, যেখানে বিবেচনায় নেওয়া হয়েছে জীবনযাত্রার মান, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক সংযোগ, ভাষা সমস্যা এবং অভিবাসন-সহযোগিতা।

 

এই তালিকা তৈরি করেছে ইন্টারন্যাশনস, বিশ্বের বৃহত্তম প্রবাসী নেটওয়ার্ক, যারা ১৭১টি দেশের ১২,০০০ প্রবাসীর ওপর জরিপ চালিয়েছে। জরিপে ৫৬টি বিষয়ের ওপর মূল্যায়ন করা হয়েছে—যেমন: আবাসন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক সংযোগ, প্রযুক্তি সুবিধা, এবং স্থানীয়দের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সহজতা।

 

২০২৫ সালের তালিকায় শীর্ষে রয়েছে স্পেন। দেশটির উষ্ণ আবহাওয়া, সহজ জীবনযাত্রা, উন্নত স্বাস্থ্যসেবা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ প্রবাসীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে অবসরপ্রাপ্তদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। স্পেনের বিভিন্ন শহরে ইংরেজিভাষী কমিউনিটি, আন্তর্জাতিক স্কুল এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য হওয়ায় পরিবারসহ বসবাসের জন্য এটি উপযোগী।

 

মেক্সিকো তার বৈচিত্র্যময় সংস্কৃতি, কম খরচে জীবনযাত্রা এবং উষ্ণ আতিথেয়তার জন্য প্রশংসিত হয়েছে। প্রবাসীরা এখানে সহজে সামাজিক সংযোগ গড়ে তুলতে পারেন। পর্তুগালও নিরাপত্তা, আবাসন সুবিধা এবং ইংরেজি ভাষার গ্রহণযোগ্যতার কারণে তালিকায় জায়গা করে নিয়েছে। লিসবন ও পোর্তো শহরগুলোতে আন্তর্জাতিক কমিউনিটি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

 

তাইওয়ান প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তার দিক থেকে এগিয়ে। মালয়েশিয়া কম খরচে জীবনযাত্রা, আন্তর্জাতিক স্কুল এবং বহুজাতিক পরিবেশের জন্য প্রবাসীদের পছন্দের তালিকায় রয়েছে। কুয়ালালামপুর ও পেনাং শহরে প্রবাসীদের জন্য রয়েছে আধুনিক আবাসন, কর্মসংস্থান এবং সামাজিক সুযোগ-সুবিধা।

 

পানামা কর সুবিধা, সহজ রেসিডেন্সি প্রক্রিয়া এবং ইংরেজিভাষী পরিবেশের কারণে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। দেশটি অবসরপ্রাপ্তদের জন্য বিশেষভাবে উপযোগী। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) উচ্চ আয়, আধুনিক অবকাঠামো এবং বহুজাতিক কর্মসংস্থানের সুযোগের জন্য তালিকায় এসেছে। দুবাই ও আবুধাবিতে প্রবাসীদের জন্য রয়েছে উন্নত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্কুল।

 

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের জন্য সেরা দেশ নির্ধারণে শুধু অর্থনৈতিক সুযোগ নয়, বরং সামাজিক গ্রহণযোগ্যতা, নিরাপত্তা এবং মানসিক স্বস্তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক প্রবাসীই নতুন দেশে গিয়ে একাকিত্ব, ভাষা সমস্যা বা সাংস্কৃতিক বিভ্রান্তির মুখে পড়েন। তাই স্থানীয়দের সঙ্গে সহজে সম্পর্ক গড়ে তোলা, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং কমিউনিটির সহায়তা প্রবাসজীবনকে সহজ করে তোলে।

 

এই তালিকা অভিবাসন পরিকল্পনা, চাকরি খোঁজা বা অবসর কাটানোর জন্য নতুন দেশ বেছে নিতে আগ্রহীদের জন্য কার্যকর দিকনির্দেশনা দিতে পারে। বিশেষ করে যারা পরিবারসহ বিদেশে বসবাস করতে চান, তাঁদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সংযোগের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব খবর