সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানী ঢাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। ইতোমধ্যেই মহালয়ার মাধ্যমে দেবীর আগমনী বার্তা পৌঁছে গেছে ঘরে ঘরে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা গড়ার কাজ, প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাসহ নানা আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজক, শিল্পী ও স্থানীয়রা। বিশেষ করে পুরান ঢাকার শতবর্ষী পূজামণ্ডপগুলোতে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে তৈরি হচ্ছে এক অনন্য পরিবেশ।
শাঁখারীবাজার, তাঁতীবাজার, নবাবপুর, সূত্রাপুর, ফরাশগঞ্জসহ পুরান ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি জায়গাতেই চলছে জোর প্রস্তুতি। কোথাও প্রতিমার রং তোলার কাজ চলছে, কোথাও আবার ডেকোরেটর কর্মীরা বাঁশ, কাপড়, আলো আর সাউন্ড সিস্টেম বসিয়ে সাজাচ্ছেন পূজামণ্ডপ।
সূত্রাপুরের বাসিন্দা মৌমিতা দেবী বলেন, “বছর ঘুরে দেবী দুর্গার আগমন মানে আমাদের কাছে উৎসবের আনন্দ। পুরান ঢাকার পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের পারিবারিক মিলনমেলারও উপলক্ষ।”
বাংলাবাজারের লক্ষ্মী নারায়ণ জিও ঠাকুর মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন সরকার জানান, আগামী রবিবার ষষ্ঠী। তার আগেই সব আয়োজন সম্পন্ন করতে হবে। তাই প্রতিমা শিল্পী ও সাজসজ্জা কর্মীরা রাতদিন কাজ করছেন।
প্রতিমা শিল্পী দিলিপ পাল বলেন, “প্রতিমার আকৃতি শেষ হয়েছে। এখন রঙের কাজ চলছে। ষষ্ঠীর আগেই দেবীকে পূর্ণ সাজে মণ্ডপে প্রতিষ্ঠা করা হবে।”
ডেকোরেশন কর্মীদেরও ব্যস্ততা চোখে পড়ার মতো। শাঁখারীবাজারের এক কর্মী জানান, “আগে একটি কাপড় দিয়েই অনেক প্যান্ডেল সাজানো হতো। এখন দর্শনার্থীরা নতুনত্ব চায়। তাই আলো, সাউন্ড, থিম—সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া আনতে হচ্ছে।”
প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। ফরাশগঞ্জ শিব মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার সরকার বলেন, “আমরা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র ও স্বেচ্ছাসেবক টিম রেখেছি। এছাড়া পুলিশ ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।”
রমনা কালীমন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, জয়কালী মন্দির, শাঁখারীবাজারের শ্রী শ্রী শনিদেব মন্দির, শ্রী শ্রী রক্ষা কালীমাতা মন্দিরসহ রাজধানীর প্রতিটি পূজামণ্ডপেই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজকরা। কোথাও আলো ঝলমলে সাজসজ্জা চলছে, কোথাও আবার শ্রমিকরা কাঠামো দাঁড় করাতে ব্যস্ত।
প্রতিদিন বাড়ছে উৎসবের রঙ। নগরীর অলিগলি এখন আলোকিত, প্রতিমা গড়ার ঘ্রাণে ভরে উঠেছে পুরান ঢাকা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এই আয়োজন শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, পুরো পুরান ঢাকারই এক মিলনমেলায় পরিণত হয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধন ঢাকার দুর্গাপূজাকে দেশের অন্যান্য অঞ্চলের পূজা থেকে আলাদা বৈশিষ্ট্যে অনন্য করে তুলেছে।