এএফসি এশিয়ান কাপ বাছাই পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপের আশা
শেষ বাঁশির আগ মুহূর্তে গোল খেয়ে শেষ হয়ে গেল বাংলাদেশের স্বপ্ন। হংকংয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে ৩–৪ ব্যবধানে হেরে এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে কার্যত ছিটকে গেল জাভিয়ের কাবরেরার দল।
১৪ বছর পর ভারতে আসছেন লিওনেল মেসি
১৪ বছর পর আবারও ভারতে পা রাখতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সর্বশেষ ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। একই সফরে বাংলাদেশে এসে নাইজেরিয়ার বিপক্ষেও মাঠে নেমেছিলেন বিশ্ব ফুটবলের মহাতারকা।
অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে প্রথম বারের মতো এশিয়ান কাপ নিশ্চিত বাংলাদেশের
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে ইতিহাস গড়েছে। দক্ষিণ কোরিয়ার কাছে শেষ ম্যাচে ৬-১ গোলে হারলেও সেরা তিন রানার্সআপের মধ্যে থাকায় মূলপর্বে খেলবে তারা। গ্রুপে লাওসকে ৩-১ ও তিমুরকে ৮-০ গোলে হারিয়েছিল মেয়েরা। আগামী এপ্রিলের মূলপর্বে স্বাগতিক থাইল্যান্ডসহ মোট ১২ দল অংশ নেবে।