১৪ বছর পর আবারও ভারতে পা রাখতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সর্বশেষ ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। একই সফরে বাংলাদেশে এসে নাইজেরিয়ার বিপক্ষেও মাঠে নেমেছিলেন বিশ্ব ফুটবলের মহাতারকা।
এবার ব্যক্তিগত সফরে আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভারত সফরের ঘোষণা দেন মেসি। ডিসেম্বরে কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি ও আহমেদাবাদে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।
৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ড লিখেছেন,
এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি ভীষণ রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি এবং সম্ভবত আরও একটি শহরে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপ ও দাতব্য উদ্যোগে অংশগ্রহণ করাটা হবে আনন্দের।
তিনি আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মেসি আরও জানিয়েছেন, সব ইভেন্টের টিকিট পাওয়া যাবে কেবল জেলা অ্যাপে। ভারতের নামকরা তারকা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন বলেও উল্লেখ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আয়োজক কমিটির তথ্যমতে, আগামী ১২ ডিসেম্বর কলকাতায় নামবেন মেসি। এরপর পর্যায়ক্রমে মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদে যাবেন আট বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল কিংবদন্তি। প্রতিটি শহরে থাকবে ফুটবল ক্লিনিক, প্রদর্শনী খেলা, কনসার্ট এবং দাতব্য কর্মসূচি।
ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এ সফর নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। কারণ দীর্ঘ বিরতির পর আবারও মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন তারা। কলকাতা থেকে শুরু হওয়া এই সফর ভারতের চারটি বড় শহরকে ঘিরে এক উৎসবের আবহ তৈরি করবে বলে আশা করছে আয়োজকরা।