সর্বশেষ

এএফসি এশিয়ান কাপ বাছাই

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপের আশা

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ২২:৪০
পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপের আশা

শেষ বাঁশির আগ মুহূর্তে গোল খেয়ে শেষ হয়ে গেল বাংলাদেশের স্বপ্ন। হংকংয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে ৩–৪ ব্যবধানে হেরে এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে কার্যত ছিটকে গেল জাভিয়ের কাবরেরার দল।

 

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন হামজা চৌধুরী। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া তার শট হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ঘেঁষে জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

 

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে সমতায় ফেরে হংকং। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের ডিফেন্ডাররা, আর সুযোগ কাজে লাগান এভারটন কামারগো। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই অফসাইড ট্র্যাপ ভেঙে গোল করেন রাফায়েল মেরকিস, হংকংকে এগিয়ে দেন ২–১ ব্যবধানে। এরপর ৭৪তম মিনিটে আবারও মেরকিসের গোলে ব্যবধান বাড়ে ৩–১ এ। ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি প্রতিপক্ষের হাতে।

 

তবু শেষ মুহূর্তে লড়াই ছেড়ে দেয়নি বাংলাদেশ। ৮৪তম মিনিটে হংকং গোলকিপারের ভুলে ব্যবধান কমান শেখ মোরসালিন। এরপর যোগ করা সময়ের অষ্টম মিনিটে হেডে গোল করে সমতায় ফেরান তরুণ শমিত সোম; যা ছিল জাতীয় দলের হয়ে তার প্রথম গোল।

 

কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। অতিরিক্ত সময়ের নবম মিনিটে বাংলাদেশের ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে গোল করে হংকং। আর ওই গোলের পরই রেফারির শেষ বাঁশি; যা কার্যত বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশনের সমাপ্তি টানে।

 

এই পরাজয়ে ‘সি’ গ্রুপের তলানিতে নেমে গেছে বাংলাদেশ। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে জামাল ভূঁইয়াদের। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং, ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর এবং ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত।

 

শেষ বাঁশির পর হতাশায় মাটিতে লুটিয়ে পড়েন হামজা, শমিত ও মোরসালিনরা। তবু কোচ কাবরেরা আশাবাদী, “খেলোয়াড়রা শেষ পর্যন্ত লড়াই করেছে, কিন্তু ছোটখাটো ভুলগুলো বড় ব্যবধানে প্রভাব ফেলেছে,” বলেন তিনি ম্যাচশেষে।

সব খবর