বাংলাদেশের সংবাদপত্র ইতিহাসে এক অনন্য নাম দৈনিক ইত্তেফাক। ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর আত্মপ্রকাশের পর থেকে আজ পর্যন্ত ৭৩ বছরের পথচলায় পত্রিকাটি বহুবিধ ঝড়-ঝঞ্ঝা, রাজনৈতিক অস্থিরতা, দমন-পীড়ন এবং নানা প্রতিকূলতা অতিক্রম করেছে। ভাষা আন্দোলনের রক্তাক্ত প্রেক্ষাপট, পূর্ব পাকিস্তানের বৈষম্যমূলক নীতি এবং স্বাধীনতার সংগ্রাম—সবকিছুর মধ্যেই ইত্তেফাক ছিল নির্ভীক কণ্ঠস্বর।
ইত্তেফাকের জন্ম হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তফাজ্জল হোসেন মানিক মিয়ার নেতৃত্বে পত্রিকাটি দ্রুতই জাতীয়তাবাদের মুখপত্রে পরিণত হয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদানও ছিল গুরুত্বপূর্ণ। প্রাক-স্বাধীনতাকালে ইত্তেফাকের ক্ষুরধার লেখনী মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইত্তেফাক ছিল প্রতিরোধের ভাষাদুর্গ। পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-পীড়ন উপেক্ষা করে পত্রিকাটি আপামর মানুষের কাছে স্বাধীনতার বার্তা পৌঁছে দেয়।
স্বাধীনতার পর ইত্তেফাক গণতান্ত্রিক চেতনাকে উজ্জীবিত করার প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। পক্ষপাতহীন মতামত, গঠনমূলক সমালোচনা, অদম্য সাহস এবং আপসহীন মনোভাব পত্রিকাটিকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় উন্নয়ন, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজের প্রতিটি পরিবর্তনশীল প্রেক্ষাপটকে ইত্তেফাক ধারাবাহিকভাবে তুলে ধরেছে।
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার প্রভাব, অনলাইন সংবাদপত্রের প্রতিযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জের মধ্যেও ইত্তেফাক তার ঐতিহ্য ধরে রেখেছে। পরিবর্তনশীল প্রচ্ছদ, আঙ্গিক ও ভাষা দিয়ে নতুন প্রজন্মের পাঠককে আকৃষ্ট করছে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পাঠকের আস্থা ধরে রাখার মাধ্যমে ইত্তেফাক আজও ‘চির তরুণ’ হিসেবে সময়কে অধিকার করে রেখেছে।
ইত্তেফাক শুধু একটি দৈনিক পত্রিকা নয়, বরং গণমানুষের মুখপাত্র। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত পত্রিকাটি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও উন্নয়নের ধারক। ৭৩ বছরের এই দীর্ঘ যাত্রায় ইত্তেফাক প্রমাণ করেছে, সংবাদপত্র কেবল খবরের বাহন নয়, বরং জাতির দিকনির্দেশক।
দৈনিক ইত্তেফাকের ৭৩ বছরের পদযাত্রা বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিটি ধাপে ইত্তেফাক ছিল পথপ্রদর্শক। আজও এটি গণমানুষের আস্থা ও চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।