সর্বশেষ

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক হায়াত উদ্দিন নিহত

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ০২:৩০
বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক হায়াত উদ্দিন নিহত

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রাজনৈতিক কর্মী এ এস এম হায়াত উদ্দিন (৪২)। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হায়াত উদ্দিনের ওপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক ও বিএনপি নেতা হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে হত্যাকারীরা কারা এবং কেন এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে ঘটনার পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

 

একজন সাংবাদিক ও রাজনৈতিক কর্মীকে এভাবে হত্যা করার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা দাবি করেছেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। হায়াত উদ্দিন হত্যাকাণ্ড সেই উদ্বেগকে নতুনভাবে উসকে দিয়েছে।

সব খবর