সর্বশেষ

রংপুরে ‘মব’ করে সাংবাদিককে মারধর করেছে ‘জুলাই যোদ্ধা’

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮
রংপুরে ‘মব’ করে সাংবাদিককে মারধর করেছে ‘জুলাই যোদ্ধা’

রংপুরে ‘মব’ সৃষ্টি করে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা ঘটেছে রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের কাচারিবাজারে। বাদল বাংলা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি, একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি এবং দৈনিক সংবাদের রংপুরের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

 

লিয়াকত আলী বাদল অভিযোগ করেন, সংবাদ প্রকাশের জেরে এনায়েত আলী ওরফে রকি নেতৃত্বে ১৫–২০ জনের একটি মব তাকে তুলে নিয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কার্যালয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে তাকে জোর করে ক্ষমা চাইতে বলা হয় এবং সংবাদ প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়। তিনি বলেন, ‘‘আমি অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। ন্যায়বিচার চাই।’’ বাদলের প্রকাশ করা সংবাদ ছিল ‘‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’’ শীর্ষক প্রতিবেদন।

 

এই ঘটনার প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বিক্ষোভ করেন। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান জানান, জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানানো হবে।

 

অভিযুক্ত এনায়েত আলী দাবি করেন, তিনি জুলাই আন্দোলনের রাজবন্দী সৈনিক এবং সাংবাদিককে ‘আপসে’ নিয়ে আসা হয়েছে, কোনো অসম্মান করা হয়নি। সিইও উম্মে ফাতিমা বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন এবং কেউ প্রমাণ করতে পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সাংবাদিক সমাজের নেতারা মন্তব্য করেছেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে তুলে নিয়ে হেনস্থা করা নজিরবিহীন ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বিপজ্জনক। তারা সতর্ক করেছেন, ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও সিইও-এর অপসারণ না হলে কঠোর আন্দোলন শুরু হবে।

 

এই ঘটনার মাধ্যমে দেশে সাংবাদিক সমাজের স্বাধীনতা ও নিরাপত্তা বিষয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

সব খবর

আরও পড়ুন

মধ্যরাতে সাংবাদিক সোহেলকে ডিবি পরিচয়ে আটক, সকালে মুক্তি

ব্যাখ্যা জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে সাংবাদিক সোহেলকে ডিবি পরিচয়ে আটক, সকালে মুক্তি

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী হাসান গ্রেপ্তার

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী হাসান গ্রেপ্তার

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ

বাংলাদেশে সংবাদ স্বাধীনতার সংকট সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ

সাংবাদিকরা বলছেন, ‘মন খুলে লিখতে পারি না, মবের ভীতি’

গণমাধ্যম সংস্কারে শূন্য অগ্রগতি সাংবাদিকরা বলছেন, ‘মন খুলে লিখতে পারি না, মবের ভীতি’

জামায়াতপন্থি আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ, বিচারকের আচরণে বিতর্ক

সিএমএম আদালতে সাংবাদিক হেনস্তা জামায়াতপন্থি আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ, বিচারকের আচরণে বিতর্ক

হয়রানি ঠেকাতে সরকার কতটা আন্তরিক?

সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হয়রানি ঠেকাতে সরকার কতটা আন্তরিক?

এনসিপি নেতাদের নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স নিয়ে বিতর্কে অন্তর্বর্তী সরকার

এনসিপি নেতাদের নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স নিয়ে বিতর্কে অন্তর্বর্তী সরকার

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে কবি ও সংস্কৃতিকর্মী শামীম আশরাফ আটক

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে কবি ও সংস্কৃতিকর্মী শামীম আশরাফ আটক