সর্বশেষ

ভিডিও ধারণের মোবাইলের হদিস নেই, সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

প্রকাশিত: ১০ অগাস্ট ২০২৫, ১৩:২০
“জুলাই আন্দোলনের সময় গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব বেড়েছে, ফলে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।”— জিএমপি কমিশনার
ভিডিও ধারণের মোবাইলের হদিস নেই, সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ব্যবহৃত মোবাইল ফোনটির খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, এই মোবাইল দিয়ে তিনি সন্ত্রাসীদের কোপানোর ভিডিও ধারণ করেছিলেন। মোবাইলটি উদ্ধার করা গেলে হত্যাকারীদের চিহ্নিত করা সহজ হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, মোবাইলটি হত্যাকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ আলামত হলেও বর্তমানে এটি বন্ধ রয়েছে, এবং উদ্ধারের চেষ্টা চলছে।

 

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক এক তরুণীকে মারধর করছেন। তখন কয়েকজন যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তুহিন ঘটনাটি ভিডিও করছিলেন। পরে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।

 

জিএমপি কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান

 

শনিবার (৯ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান সাংবাদিকের সুরক্ষায় ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং ১৫ দিনের মধ্যে মামলার চার্জশিট দেয়ার আশ্বাস দেন। তিনি জানান, জুলাই আন্দোলনের সময় গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব বেড়েছে, ফলে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।

 

এদিকে র‍্যাব জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্রের ছিনতাইয়ের দৃশ্য ভিডিও করায় তুহিনকে হত্যা করা হয়। গতরাতে শিববাড়ী এলাকা থেকে গ্রেপ্তার স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সব খবর

আরও পড়ুন

ইতিহাস ও ঐতিহ্যের ইত্তেফাক

৭৩ বছরে পদার্পণ ইতিহাস ও ঐতিহ্যের ইত্তেফাক

তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর

বাংলাদেশের পত্রিকা অফিসে হামলার নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান বাংলাদেশের পত্রিকা অফিসে হামলার নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে

খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা

খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলার নিন্দা আন্তর্জাতিক ও দেশীয় সাংবাদিক সংগঠনের

সাংবাদিকদের নিরাপত্তা ও দোষীদের জবাবদিহির দাবি প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলার নিন্দা আন্তর্জাতিক ও দেশীয় সাংবাদিক সংগঠনের

হাদি সমর্থকদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত প্রথম আলো–ডেইলি স্টার ভবন

প্রাণভয়ে ছাদে আটকা ছিলেন সাংবাদিকরা হাদি সমর্থকদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত প্রথম আলো–ডেইলি স্টার ভবন

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হাদি সমর্থকদের হামলা ও অগ্নিসংযোগ

আটকা পড়েছেন বহু সাংবাদিক প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হাদি সমর্থকদের হামলা ও অগ্নিসংযোগ

মানবাধিকার ক্ষুণ্ণ করবে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৫

আর্টিকেল নাইন্টিনের উদ্বেগ মানবাধিকার ক্ষুণ্ণ করবে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৫