সর্বশেষ

বছর শেষে বাংলাদেশ

ধর্ষণ বেড়েছে দ্বিগুণ হারে

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:২১
ধর্ষণ বেড়েছে দ্বিগুণ হারে

বিদায়ী বছরটি ছিল নারী ও কন্যাশিশু নির্যাতনের জন্য ভয়াবহ। ২০২৫ সালে ধর্ষণ ও পারিবারিক সহিংসতার মাত্রা আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। বিশেষ করে ধর্ষণের ঘটনায় সবচেয়ে বেশি শিকার হয়েছে কন্যাশিশুরা। মানবাধিকারকর্মীরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ নজরদারির অভাবেই এ ধরনের ঘটনা বেড়েছে। অপরাধীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, তারা নারী ও শিশু কাউকেই রেহাই দেয়নি। অনেক ক্ষেত্রে ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমকে হত্যা করা হয়েছে।

 

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৫৩টি, যা ২০২৪ সালের ৩৪৫টি ঘটনার প্রায় দ্বিগুণ।


- দলগত ধর্ষণ: ২০২৫ সালে ১৭১টি, ২০২৪ সালে ১৪২টি।  
- ধর্ষণের পর হত্যা: ২০২৫ সালে ২৯ জন, ২০২৪ সালে ২৩ জন।  
- ধর্ষণের চেষ্টা: ২০২৫ সালে ১৮১ জন, ২০২৪ সালে ৯৪ জন।  
- পারিবারিক সহিংসতা: ২০২৫ সালে ৩৫ জন নারী, ২০২৪ সালে ২৫ জন।  

 

২০২৫ সালের ৫ মার্চ মাগুরার শিশু আছিয়া ধর্ষণের ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়াকে পাশবিক নির্যাতনের পর হত্যাচেষ্টা চালায় তার আত্মীয় হিটু শেখ। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আদালত এ ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ড দেন। আছিয়ার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ হয়।  

 

বছরজুড়ে পারিবারিক সহিংসতাও বেড়েছে। যৌতুক আদায়, পরকীয়ায় বাধা, একাধিক বিয়ে, মানসিক অসুস্থতা ও বিষণ্নতার কারণে নারীরা নির্যাতনের শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে পারিবারিক হত্যাকাণ্ডও ঘটেছে।  

 

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ২০২৫ সালে প্রাপ্তবয়স্ক নারীর তুলনায় বেশি ধর্ষণের শিকার হয়েছে কন্যাশিশুরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এ অপরাধ বেড়েছে। কারাগার থেকে বিভিন্ন অপরাধী ছাড়া পাওয়ায় ধর্ষণের মতো অপরাধ আরও বৃদ্ধি পেয়েছে। কিছু ঘটনায় দ্রুত বিচার হলেও তা সবার কাছে গ্রহণযোগ্য হয়নি।  

 

২০২৫ সাল নারী ও শিশু নির্যাতনের জন্য ভয়াবহ বছর হিসেবে চিহ্নিত হয়েছে। সামাজিক অস্থিরতা, নৈরাজ্য, বেকারত্ব ও অপরাধপ্রবণতা বৃদ্ধির কারণে ধর্ষণ ও পারিবারিক সহিংসতা বেড়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি ও আইনের প্রতি আস্থাহীনতা এ অপরাধকে আরও উসকে দিচ্ছে।

সব খবর

আরও পড়ুন

ভোটে নারী প্রার্থী মাত্র ৪ শতাংশ হওয়া অত্যন্ত উদ্বেগজনক

সামাজিক প্রতিরোধ কমিটির বিবৃতি ভোটে নারী প্রার্থী মাত্র ৪ শতাংশ হওয়া অত্যন্ত উদ্বেগজনক

ঝিনাইদহে বিধবা হিন্দু নারীকে গণধর্ষণ করেছে দুই মুসলিম যুবক

গাছের সঙ্গে বেঁধে চুল কেটে নেওয়া হয় ঝিনাইদহে বিধবা হিন্দু নারীকে গণধর্ষণ করেছে দুই মুসলিম যুবক

ঢাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারী নির্যাতন

ভিডিও ভাইরাল, পাঁচজন আটক ঢাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারী নির্যাতন

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যায় বিপর্যস্ত এক বছর

বছর শেষে বাংলাদেশ নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যায় বিপর্যস্ত এক বছর

বেগম রোকেয়াকে ‘মুরতাদ-কাফির’ বললেন রাবি শিক্ষক

অন্তর্জালে তীব্র প্রতিক্রিয়া বেগম রোকেয়াকে ‘মুরতাদ-কাফির’ বললেন রাবি শিক্ষক

বেড়েছে অনলাইন সহিংসতা, ১০ জনে ৭ নারী মানবাধিকারকর্মী ও সাংবাদিক ডিজিটাল নির্যাতনের শিকার

জাতিসংঘের প্রতিবেদন বেড়েছে অনলাইন সহিংসতা, ১০ জনে ৭ নারী মানবাধিকারকর্মী ও সাংবাদিক ডিজিটাল নির্যাতনের শিকার

অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজদর্শনে বেগম রোকেয়া

জন্মদিনে পথিকৃতের প্রতি শ্রদ্ধা অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজদর্শনে বেগম রোকেয়া

দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় তীব্র বৈষম্য

পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের জরিপ দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় তীব্র বৈষম্য