বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পাঁচজন সংসদ সদস্য (এমপি)। টাইমস পত্রিকার চিঠিপত্র পাতায় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বাংলাদেশে ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে স্বাক্ষর করেছেন এমপি বব ব্ল্যাকম্যান, জাস অ্যাথওয়াল, নিল কোয়েল, গুরিন্দর সিং ও লিউক একহার্স্ট। তাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার বিষয়ে কাজ করা আইনজীবী স্টিভেন পাওলস এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস স্মিথ অব লানফায়েস।
চিঠিতে বলা হয়, “এক বছরের বেশি সময় আগে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমরা সেখানকার অবনতি ঘটতে থাকা মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।” তারা উল্লেখ করেন, বিচার ব্যবস্থার ব্যর্থতা, জামিন না দেওয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ধরপাকড়, কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মতো বিষয়গুলো আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক।
চিঠিতে ব্রিটিশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে, তারা যেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করে। বিশেষ করে দায়মুক্তির সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং নাগরিক স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, “আমরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি, যা দেশটিতে আস্থা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠায় অত্যন্ত জরুরি।”
এমন সময় এসেছে, যখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ঘিরে বিতর্ক এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। ব্রিটিশ এমপিদের এই উদ্বেগ দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।