সর্বশেষ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন

২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ ও রাজনৈতিক সহিংসতায় ৮৬ জন নিহত

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬, ০৭:০০
২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ ও রাজনৈতিক সহিংসতায় ৮৬ জন নিহত

২০২৫ সালে দেশে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে মৃত্যু এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংগঠনটির পর্যবেক্ষণে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রকাশ করে এমএসএফ।

 

সংগঠনটির মতে, গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া, জবাবদিহির ঘাটতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা মানবাধিকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

রাজনৈতিক সহিংসতায় ৮৬ জন নিহত

 

এমএসএফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ৫৯৯টি ঘটনায় মোট ৫ হাজার ৬০৪ জন ক্ষতিগ্রস্ত হন। এর মধ্যে ৮৬ জন নিহত এবং ৫ হাজার ৫১৮ জন আহত হন। আহতদের মধ্যে ৯৭ জন গুলিবিদ্ধ ছিলেন।

 

নিহতদের মধ্যে ৬৫ জন বিএনপির, ৮ জন আওয়ামী লীগের, ৩ জন জামায়াতে ইসলামীর সদস্য এবং ১০ জন সাধারণ নাগরিক ছিলেন, যাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায়নি।

 

নির্বাচন ঘোষণার পর মনোনয়ন ও প্রচারণা সংক্রান্ত ২৬টি ঘটনায় ২৫২ জন ক্ষতিগ্রস্ত হন। এছাড়া রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলার ১৬৯টি ঘটনায় ৪৭ জন নিহত হন।

 

সরকার পতন ও জুলাই দাঙ্গা ঘিরে মামলা

 

সরকার পতন ও জুলাই–আগস্ট দাঙ্গা ঘিরে ৬৭টি মামলায় ৭ হাজার ৭৮০ জনের নাম উল্লেখ এবং ১১ হাজার ১৭৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানায় এমএসএফ। এর মধ্যে ২৯টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে।

 

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনসংক্রান্ত মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ হাজার ৬৯৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গণপিটুনিতে ১৬৬ জন নিহত

 

২০২৫ সালে ‘মব ভায়োলেন্স’ বা গণপিটুনির ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এমএসএফ জানায়, ৪২৮টি গণপিটুনির ঘটনায় ১৬৬ জন নিহত এবং ৪৬০ জন আহত হয়েছেন।

 

বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু

 

এ বছর ‘ক্রসফায়ার’ বা বন্দুকযুদ্ধের ১৯টি ঘটনায় ২২ জন নিহত এবং ১৩ জন গুরুতর আহত হন। এর মধ্যে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযানে ১২ জন নিহত হন।

 

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ২০ জনের মৃত্যুর তথ্যও নথিভুক্ত করেছে এমএসএফ। এছাড়া কারাগারে ১১৬ জন বন্দির মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশ অসুস্থতায় মারা যান।

 

সাংবাদিকদের ওপর চাপ অব্যাহত

 

২০২৫ সালে সাংবাদিকদের বিরুদ্ধে ২৮৯টি ঘটনায় ৬৪১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে একজন নিহত, ২৯৫ জন হামলার শিকার, ১৭০টি আইনি হয়রানি এবং ১২ জন গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

নারী, শিশু ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা

 

এমএসএফ জানায়, এ বছর নারীদের বিরুদ্ধে ২ হাজার ১৪টি এবং শিশু ও কিশোরীদের বিরুদ্ধে ১ হাজার ৯২৮টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ৯২টি ঘটনাও নথিভুক্ত হয়েছে।

 

সুপারিশ

 

অপহরণ, গণপিটুনি, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানায় এমএসএফ। পাশাপাশি সাংবাদিক ও সংখ্যালঘুদের সুরক্ষা, কারাগারে স্বাস্থ্যসেবা উন্নয়ন, জবাবদিহিমূলক পুলিশিং এবং জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার সুপারিশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমএসএফের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান, প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ টিপু সুলতান এবং মানবাধিকার পর্যবেক্ষণ কর্মকর্তা তানিনা খাতুন।

সব খবর

আরও পড়ুন

নির্বাচনের আগে বাংলাদেশে নারী, শিশু ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নির্বাচনের আগে বাংলাদেশে নারী, শিশু ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে

আবারও কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মামলা ছাড়াই আটক ছিলেন হুমায়ূন কবির আবারও কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

জীবননগরে নেতা-কর্মীদের বিক্ষোভ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে

মানবাধিকার সংগঠনের উদ্বেগ বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে

ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে

আন্তর্জাতিক অ্যাডভোকেসি সংস্থার গভীর উদ্বেগ ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে

২০২৫ সালে নিহত ৮০২ শ্রমিক, সর্বোচ্চ মৃত্যু পরিবহন খাতে

ভয়াবহ নিরাপত্তাহীনতায় কর্মক্ষেত্র ২০২৫ সালে নিহত ৮০২ শ্রমিক, সর্বোচ্চ মৃত্যু পরিবহন খাতে

বাড়ির উঠানে সমাহিত খোকন দাস, চার দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

শরীয়তপুরে সংখ্যালঘু ব্যবসায়ীকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা বাড়ির উঠানে সমাহিত খোকন দাস, চার দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

বাবার অপেক্ষায় শিশুসন্তান, বাকরুদ্ধ মা ও স্ত্রী

ভালুকায় দিপু হত্যাকাণ্ড বাবার অপেক্ষায় শিশুসন্তান, বাকরুদ্ধ মা ও স্ত্রী