বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুই সদস্য দীপু চন্দ্র দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে।
১৮ ডিসেম্বর ময়মনসিংহে পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ভুয়া ধর্ম অবমাননার অভিযোগে জনতা হত্যা করে। তাকে গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েক দিন পর ২৪ ডিসেম্বর রাজবাড়ীতে অমৃত মণ্ডল গ্রামবাসীর হাতে নিহত হন। স্থানীয় প্রশাসন দাবি করেছে, তিনি চাঁদাবাজির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।
হোয়াইটহল সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য সরকার এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং দীপু দাস হত্যায় ১২ জনকে গ্রেফতারের বিষয়টি স্বাগত জানিয়েছে। তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান অধ্যাপক ইউনূসের সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে দেওয়া প্রতিশ্রুতিকেও গুরুত্ব দিয়েছে।
লিবারেল ডেমোক্র্যাট এমপি টম মরিসন পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারকে চিঠি লিখে বলেছেন, দীপু দাসের হত্যাকাণ্ডে যুক্তরাজ্য সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। ব্রিটিশ এমপি আপসানা বেগমও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই হত্যাকাণ্ডে পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সংখ্যালঘুদের সুরক্ষা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে হবে।
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এই হত্যাকাণ্ড। যুক্তরাজ্যের নিন্দা বিষয়টিকে বৈশ্বিক মানবাধিকার আলোচনায় আরও গুরুত্ব দিয়েছে।