সর্বশেষ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৫
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পরিচালনার দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক পল কাপুর। মঙ্গলবার (৭ অক্টোবর) স্থানীয় সময় মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি তাঁর নিয়োগ অনুমোদন করে। এর মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত হলেন।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করছেন পল কাপুর। তিনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, পরমাণু প্রতিরোধ কৌশল ও আঞ্চলিক রাজনীতি নিয়ে গবেষণার জন্য পরিচিত। এর আগে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর এবং ক্লারমন্ট ম্যাককেনা কলেজে শিক্ষকতা করেছেন।

 

নতুন দায়িত্বে তিনি দক্ষিণ এশিয়ার কূটনীতি ও নিরাপত্তা নীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সমন্বয় করবেন। মনোনয়ন শুনানিতে কাপুর বলেন, “দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়। আমার লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদার করা, চীনের প্রভাব মোকাবিলা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা।”

 

নয়াদিল্লিতে জন্ম নেওয়া কাপুরের বাবা ভারতীয় এবং মা মার্কিন নাগরিক। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন। তিনি বলেন, “আমি কখনো ভাবিনি, আমার কর্মজীবন একদিন আমাকে সেই জায়গায় ফিরিয়ে আনবে, যেখানে আমার জন্ম।”

 

কাপুর আমহার্স্ট কলেজ থেকে স্নাতক ও ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২০-২১ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সে সময় তিনি ইন্দো-প্যাসিফিক কৌশল, দক্ষিণ ও মধ্য এশিয়ার নীতি এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ওপর কাজ করেন।

 

তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে রয়েছে ‘Jihad as Grand Strategy: Islamist Militancy, National Security and the Pakistani State’, ‘Dangerous Deterrent: Nuclear Weapons Proliferation and Conflict in South Asia’ এবং ‘India, Pakistan and the Bomb: Debating Nuclear Stability in South Asia’। এছাড়া তিনি ‘The Challenge of Nuclear Security: US and Indian Perspectives’ বইয়ের সহ-সম্পাদক।

 

দক্ষিণ এশিয়ার কূটনীতিতে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি দ্বিতীয় ব্যক্তি। এর আগে নিশা বিসওয়াল ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

সব খবর