সর্বশেষ

অর্থনীতিতে নোবেল পেলেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৪২
অর্থনীতিতে নোবেল পেলেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট

২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সুইডেনের রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এক ঘোষণায় তাদের নাম প্রকাশ করে।

 

অ্যাকাডেমির বিবৃতিতে বলা হয়, তাঁরা “উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য” এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার)। এর অর্ধেক পাবেন ইওয়েল মোকিয়র, আর বাকি অর্ধেক ভাগাভাগি করবেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

 

বিবৃতিতে বলা হয়, “অর্থনৈতিক ইতিহাসের বড় অংশ জুড়ে স্থবিরতা ছিল স্বাভাবিক অবস্থা। টেকসই প্রবৃদ্ধি কোনো স্বতঃসিদ্ধ বিষয় নয়, এই সত্য আমাদের শিখিয়েছেন এ বছরের বিজয়ীরা। তাঁদের গবেষণা প্রমাণ করেছে, প্রযুক্তিগত উদ্ভাবন ও জ্ঞানবিনিয়োগই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি।”

 

নোবেল কমিটির সদস্য জন হ্যাসলার বলেন, “ইওয়েল মোকিয়র ঐতিহাসিক তথ্যের মাধ্যমে দেখিয়েছেন, প্রযুক্তিগত উদ্ভাবনই দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি।” অন্যদিকে, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট “সৃজনশীল বিনাশের (Creative Destruction)” তত্ত্বের গাণিতিক মডেল তৈরি করেছেন যেখানে পুরোনো প্রযুক্তিকে প্রতিস্থাপন করে নতুন উদ্ভাবন অর্থনীতিকে গতিশীল রাখে।

 

ইওয়েল মোকিয়র ১৯৪৬ সালে নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক এবং উদ্ভাবন ও শিল্পবিপ্লব নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে খ্যাত।
 

ফিলিপ আগিয়োঁর জন্ম ১৯৫৬ সালে ফ্রান্সের প্যারিসে। তিনি বর্তমানে কলেজ দ্য ফ্রান্স, ইনসিয়াড ও লন্ডন স্কুল অব ইকনমিকসের অধ্যাপক।
 

পিটার হাউইট ১৯৪৬ সালে কানাডায় জন্মগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।

 

অর্থনীতিতে এই পুরস্কারটি মূল নোবেল পুরস্কারের সঙ্গে দেওয়া হলেও এটি আলাদা স্বীকৃতি, স্ভেরিজেস রিক্সব্যাঙ্ক প্রাইজ ইন ইকনমিক সায়েন্সেস ইন মেমরি অব আলফ্রেড নোবেল নামে পরিচিত। এটি প্রথম প্রদান করা হয় ১৯৬৯ সালে।

 

এ বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীদের নাম আগেই ঘোষণা করা হয়। অর্থনীতির নোবেলই বছরের শেষ পুরস্কার।

 

বিশ্লেষকদের মতে, মোকিয়র, আগিয়োঁ ও হাউইটের গবেষণা আজকের প্রযুক্তিনির্ভর বিশ্বে টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনী অর্থনীতির ভিত্তি বোঝার জন্য অনন্য অবদান রাখবে।

সব খবর

আরও পড়ুন

সীমান্তের বাইরে বিস্তৃত এক সংকট

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত সীমান্তের বাইরে বিস্তৃত এক সংকট

বৃহস্পতিবার পাকিস্তানের হামলার জবাবে আফগান বাহিনীর পাল্টা আক্রমণে নিহত ৫৮ পাকিস্তানি সেনা

ডুরান্ড লাইনে রক্তক্ষয়ী সংঘর্ষ বৃহস্পতিবার পাকিস্তানের হামলার জবাবে আফগান বাহিনীর পাল্টা আক্রমণে নিহত ৫৮ পাকিস্তানি সেনা

ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনের এক-চতুর্থাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত, ঝুঁকিতে বাংলাদেশ

জাতিসংঘে তহবিল সংকট বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনের এক-চতুর্থাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত, ঝুঁকিতে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর

এক ভিসায় উপসাগরীয় ৬ দেশ ভ্রমণের সুযোগ, জিসিসির নতুন উদ্যোগ

এক ভিসায় উপসাগরীয় ৬ দেশ ভ্রমণের সুযোগ, জিসিসির নতুন উদ্যোগ

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

পাকিস্তান থেকে ব্যবসা গুটাচ্ছে পিঅ্যান্ডজি, উদ্বেগে ভোক্তারা

পাকিস্তান থেকে ব্যবসা গুটাচ্ছে পিঅ্যান্ডজি, উদ্বেগে ভোক্তারা