সর্বশেষ

সৌদি আরবে সঙ্গীত শিক্ষা

বিদ্যালয় পর্যায়ে ১৭ হাজার নারী শিক্ষককে প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ০৪:৩০
বিদ্যালয় পর্যায়ে ১৭ হাজার নারী শিক্ষককে প্রশিক্ষণ কর্মসূচি

শিল্প ও সংস্কৃতি খাতে ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর উদ্যোগ আরও প্রসারিত করছে সৌদি আরব। শিশুদের ছোটবেলা থেকেই সংগীত, তাল-লয় ও শিল্পচর্চার সঙ্গে পরিচিত করতে দ্বিতীয় দফায় আরও ১৭ হাজার নারী শিক্ষক সংগীত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ পাচ্ছেন।

 

সৌদি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির প্রথম ধাপ শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। সেই ধাপে সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেনের ১২ হাজারের বেশি নারী শিক্ষক সংগীত শিক্ষায় প্রাথমিক প্রশিক্ষণ নেন। এবার দ্বিতীয় ধাপে প্রশিক্ষণের পরিসর আরও বড় করা হয়েছে।

 

‘সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশল’-এর অংশ হিসেবে এই প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে-

  • গান ও কণ্ঠব্যবহার
  • তাল-লয় ও সুর
  • বাদ্যযন্ত্রের প্রাথমিক ধারণা
  • স্থানীয় লোকসংগীতের পরিচয়

এই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত শিক্ষা পরিচালনা করবেন। শিশুদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক বোঝাপড়া, আবেগপ্রকাশের দক্ষতা ও দলগত কাজের মানসিকতা তৈরি করাই মূল লক্ষ্য।

 

শিক্ষার্থীরা সংগীতের সৌন্দর্য উপলব্ধি, বাদ্যযন্ত্র ব্যবহার ও তাল-সুর শেখার পাশাপাশি নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে। সাংস্কৃতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন কঠোর সামাজিক নীতির মধ্যে থাকা সৌদি সমাজে সংগীত শিক্ষা চালু হওয়া একটি বড় সামাজিক পরিবর্তনের ইঙ্গিত।

 

এখন শুধু প্রাথমিক শিক্ষা নয়, উচ্চশিক্ষা পর্যায়েও সংগীত ও শিল্পকলা নিয়ে পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম আর্টস কলেজ। সেখানে সংগীতসহ শিল্পকলার নানা শাখায় গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক পড়াশোনার ব্যবস্থা রয়েছে।

সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালে ‘মিউজিক কমিশন’ গঠন করে সংগীতকে শিল্প ও অর্থনীতির অংশ হিসেবে শক্তিশালী করতে। কমিশনের লক্ষ্য-

  • সংগীত শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা
  • নতুন প্রতিভা তৈরি
  • সংগীতকে সামাজিক বিনোদন ও সংস্কৃতির প্রচলিত মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে নিয়মিত কনসার্ট, নাট্যোৎসব, সিনেমা প্রদর্শনী, উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শুধু বিনোদন নয় এসব কর্মকাণ্ড সৌদি সমাজের সামাজিক রূপান্তর ও আধুনিকীকরণের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সংগীত শিক্ষা সেই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী ও টেকসই বিনিয়োগ।

সব খবর

আরও পড়ুন

মিয়ানমারে জান্তা সরকারের নির্বাচন ঘিরে উত্তেজনা

ভোট বর্জনের আভাস মিয়ানমারে জান্তা সরকারের নির্বাচন ঘিরে উত্তেজনা

ভূরাজনৈতিক অনিশ্চয়তায় জাপানের বিগ-বি প্রকল্প ঝুঁকির মুখে

ভবিষ্যৎ অনিশ্চিত ভূরাজনৈতিক অনিশ্চয়তায় জাপানের বিগ-বি প্রকল্প ঝুঁকির মুখে

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, কয়েকজন বাংলাদেশি আটক

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, কয়েকজন বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন তালিকা

১৯ থেকে বেড়ে ৩৯ দেশ যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন তালিকা

ভিক্ষাবৃত্তির দায়ে গত ১১ মাসে বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে

পাকিস্তানি ফেডারেল এজেন্সির তথ্য ভিক্ষাবৃত্তির দায়ে গত ১১ মাসে বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে

আইইএলটিএস পরীক্ষায় বড় ত্রুটি শনাক্ত

বাংলাদেশেও প্রশ্নফাঁস আইইএলটিএস পরীক্ষায় বড় ত্রুটি শনাক্ত

বেথলেহেমে দুই বছর পর জ্বলে উঠল বড়দিনের আলো

আশা, শোক ও সংকটের মাঝেই উৎসব বেথলেহেমে দুই বছর পর জ্বলে উঠল বড়দিনের আলো