সর্বশেষ

ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা

ফ্যাক্টচেকার ও কনটেন্ট মডারেটরদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯
ফ্যাক্টচেকার ও কনটেন্ট মডারেটরদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে বিদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফ্যাক্টচেকিং, কনটেন্ট মডারেশন, ভুল তথ্য প্রতিরোধ, ট্রাস্ট অ্যান্ড সেফটি বা অনলাইন নিরাপত্তার মতো কাজে সম্পৃক্ত ব্যক্তিরা এখন নতুন ভিসা নীতির আওতায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

রয়টার্স ও এনপিআরের খবরে জানা যায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে একটি নির্দেশনা পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের “সুরক্ষিত মতপ্রকাশ” বা ফ্রি স্পিচ দমনে দায়ী বা জড়িত বলে বিবেচিত হবেন, তাঁদের ভিসা আবেদন বাধ্যতামূলকভাবে প্রত্যাখ্যান করতে হবে।

 

চিঠিতে ভিসা আবেদনকারীদের অতিরিক্ত যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম, লিংকডইন প্রোফাইল এবং সংবাদমাধ্যমে প্রকাশিত লেখা বা কনটেন্ট খতিয়ে দেখতে বলা হয়েছে। আবেদনকারীর পূর্ববর্তী কর্মজীবনে ভুল তথ্য মোকাবিলা, কনটেন্ট মডারেশন, ফ্যাক্টচেকিং বা অনলাইন নিরাপত্তায় সম্পৃক্ততা পাওয়া গেলে তা ভিসা অযোগ্যতার কারণ হতে পারে।

 

প্রথম ধাপেই এই নীতি এইচ-১বি ভিসা আবেদনকারীদের ওপর প্রয়োগ করা হবে। প্রযুক্তি খাতসহ উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা সাধারণত এই ভিসার আওতায় আসেন। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, নতুন এই নীতি শেষ পর্যন্ত সব ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, “অভিবাসী হয়ে এসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুখ বন্ধ করবে এমন কোনো কাজ আমরা সমর্থন করি না।” তিনি আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও “অন্যায় সেন্সরশিপের” শিকার হয়েছেন, এবং তিনি চান না দেশের অন্য জনগণও এমন অভিজ্ঞতা ভোগ করুক।

 

তবে প্রযুক্তি ও নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি অংশ বলছে, ট্রাস্ট অ্যান্ড সেফটির কাজকে ‘সেন্সরশিপ’ হিসেবে দেখানো অত্যন্ত বিপজ্জনক। পার্টনারহিরোর ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালিস গোগুয়েন হান্সবার্গার বলেন, “শিশু সুরক্ষা, অনলাইন প্রতারণা, জালিয়াতি বা যৌন অপরাধ ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ কাজকে সেন্সরশিপের অংশ হিসেবে দেখানো উদ্বেগজনক।”

 

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে। এরপর থেকেই প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন ধারাবাহিক কঠোর অবস্থান নিচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন ভিসা নীতি শুধু বাকস্বাধীনতার প্রশ্নেই নয়, বরং যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন সীমিত করার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

সব খবর

আরও পড়ুন

মিয়ানমারে জান্তা সরকারের নির্বাচন ঘিরে উত্তেজনা

ভোট বর্জনের আভাস মিয়ানমারে জান্তা সরকারের নির্বাচন ঘিরে উত্তেজনা

ভূরাজনৈতিক অনিশ্চয়তায় জাপানের বিগ-বি প্রকল্প ঝুঁকির মুখে

ভবিষ্যৎ অনিশ্চিত ভূরাজনৈতিক অনিশ্চয়তায় জাপানের বিগ-বি প্রকল্প ঝুঁকির মুখে

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, কয়েকজন বাংলাদেশি আটক

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, কয়েকজন বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন তালিকা

১৯ থেকে বেড়ে ৩৯ দেশ যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন তালিকা

ভিক্ষাবৃত্তির দায়ে গত ১১ মাসে বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে

পাকিস্তানি ফেডারেল এজেন্সির তথ্য ভিক্ষাবৃত্তির দায়ে গত ১১ মাসে বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে

আইইএলটিএস পরীক্ষায় বড় ত্রুটি শনাক্ত

বাংলাদেশেও প্রশ্নফাঁস আইইএলটিএস পরীক্ষায় বড় ত্রুটি শনাক্ত

বেথলেহেমে দুই বছর পর জ্বলে উঠল বড়দিনের আলো

আশা, শোক ও সংকটের মাঝেই উৎসব বেথলেহেমে দুই বছর পর জ্বলে উঠল বড়দিনের আলো