সর্বশেষ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:০০
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

ইউরোপে অবৈধভাবে প্রবেশের প্রবণতা কমলেও ভূমধ্যসাগর হয়ে ইউরোপে ঢোকার ক্ষেত্রে বাংলাদেশিরাই শীর্ষে রয়েছেন। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সমুদ্রপথ ও বলকান সীমান্ত দিয়ে ইউরোপে অবৈধভাবে প্রবেশের সংখ্যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কমেছে। তবে শুধুমাত্র ভূমধ্যসাগর পথেই অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছেন ৬৬ হাজার ৩২৮ জন। এদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে মিসর এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়ার নাগরিকরা রয়েছেন।  

 

ফ্রন্টেক্স জানায়, ২০২৩ সালের তুলনায় এ সংখ্যা অর্ধেকেরও কম এবং ২০২১ সালের পর এটি সর্বনিম্ন। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, সীমান্ত পরিস্থিতি, সংঘাত, রাজনৈতিক অস্থিরতা ও মানব পাচারকারী চক্রের কারণে অভিবাসনের চাপ যে কোনো সময় এক রুট থেকে অন্য রুটে সরে যেতে পারে।  

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় ভূমধ্যসাগর রুট দিয়েই সবচেয়ে বেশি মানুষ ইউরোপে প্রবেশ করেছেন। লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রাকারীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় এগিয়ে ছিলেন। অন্যদিকে পূর্ব ভূমধ্যসাগর ও পশ্চিম বলকান রুটে প্রবেশের ঘটনা কমলেও পূর্ব লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে প্রবেশের ঘটনা তিন গুণ বেড়েছে। এ পথে ৫১ হাজার ৩৯৯ জন ইউরোপে প্রবেশ করেছেন, যাদের বেশিরভাগই আফগানিস্তান, সুদান ও মিশরের নাগরিক।  

 

এছাড়া পশ্চিম আফ্রিকা রুটেও অবৈধ অভিবাসীর সংখ্যা কমেছে। তবে পশ্চিম ভূমধ্যসাগর হয়ে আলজেরিয়া, সোমালিয়া ও মরক্কোর নাগরিকরা সবচেয়ে বেশি ইউরোপে প্রবেশ করেছেন।  

 

ফ্রন্টেক্স জানিয়েছে, ২০২৬ সালে ইউরোপের সীমান্ত ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে। আগামী জুন থেকে নতুন মাইগ্রেশন ও আশ্রয় চুক্তি কার্যকর হবে। একই সঙ্গে চালু হবে নতুন এন্ট্রি-এক্সিট ব্যবস্থা ও ভ্রমণ অনুমোদন পদ্ধতি।  

 

যদিও সাগরপথে অভিবাসন কমেছে, তবুও ঝুঁকি রয়ে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ২০২৫ সালে ভূমধ্যসাগর পথে অন্তত ১ হাজার ৮৭৮ জন প্রাণ হারিয়েছেন।  

 

এই পরিস্থিতি ইউরোপে অভিবাসন সংকটের নতুন মাত্রা যোগ করেছে, যেখানে বাংলাদেশিদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ছে।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সকল মার্কিন ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সকল মার্কিন ভিসা স্থগিত

পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক বলয়ে যোগ দিতে পারে বাংলাদেশ

আঞ্চলিক ভূরাজনীতির নতুন বাস্তবতা নিয়ে জল্পনা পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক বলয়ে যোগ দিতে পারে বাংলাদেশ

রেজা পাহলভির আহ্বানের পর রাস্তায় হাজারো মানুষ, ইন্টারনেট ব্ল্যাকআউটের অভিযোগ

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র রেজা পাহলভির আহ্বানের পর রাস্তায় হাজারো মানুষ, ইন্টারনেট ব্ল্যাকআউটের অভিযোগ

আইসিজেতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ শুনানি

ঐতিহাসিক সুযোগ বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আইসিজেতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ শুনানি

যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ডেলসি রদ্রিগেজ

মাদুরোর অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ডেলসি রদ্রিগেজ

নিকোলাস মাদুরো আটক ও বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

অপারেশন ‘অ্যাবসলিউট রিজলভ’ নিকোলাস মাদুরো আটক ও বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

বাংলাদেশে দীপু দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডে যুক্তরাজ্যের নিন্দা

বাংলাদেশে দীপু দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডে যুক্তরাজ্যের নিন্দা