সর্বশেষ

গাজা সিটিতে হামাস ও দুঘমুশ গোত্রের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৭

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৬
গাজা সিটিতে হামাস ও দুঘমুশ গোত্রের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৭

গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় তেল আল-হাওয়া এলাকায় হামাস নিরাপত্তা বাহিনী ও দুঘমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ সহিংসতা হিসেবে দেখা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামাসের মুখোশধারী বন্দুকধারীরা জর্ডানিয়ান হাসপাতালের কাছে দুঘমুশ যোদ্ধাদের সঙ্গে গুলিবিনিময়ে জড়িয়ে পড়ে। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ওই এলাকায় নিরাপত্তা পুনঃস্থাপনের চেষ্টা করছিল এবং একটি মিলিশিয়ার ‘সশস্ত্র হামলায়’ তাদের আট সদস্য নিহত হয়েছেন।

 

চিকিৎসা সূত্র জানায়, সংঘর্ষে দুঘমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের ৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। সংঘর্ষ শুরু হয় যখন হামাসের প্রায় ৩০০ সদস্য একটি আবাসিক ভবনে অভিযান চালায়, যেখানে দুঘমুশ যোদ্ধারা অবস্থান করছিলেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, গোলাগুলির সময় আতঙ্কে বহু পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। “এইবার মানুষ ইসরায়েলি হামলা থেকে নয়, নিজেদের লোকদের কাছ থেকে পালাচ্ছিল,” বলেছেন এক বাসিন্দা।

 

দুঘমুশ পরিবার গাজার অন্যতম প্রভাবশালী গোত্র, যারা অতীতে হামাসের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। তাদের সঙ্গে হামাসের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ।

 

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, দুঘমুশ যোদ্ধারা তাদের দুই সদস্যকে হত্যা এবং পাঁচজনকে আহত করেছে, যার জবাবে তারা অভিযান চালায়। তবে দুঘমুশ পরিবারের এক সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, তারা জর্ডানিয়ান হাসপাতালের একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন, কারণ ইসরায়েলি হামলায় তাদের আল-সাবরা এলাকার বাড়ি ধ্বংস হয়ে গেছে। অভিযোগ করা হয়, হামাস ওই ভবনটি দখল করে নিজেদের ঘাঁটি বানাতে চেয়েছিল।

 

হামাস সম্প্রতি প্রায় ৭,০০০ নিরাপত্তা সদস্যকে পুনরায় ডেকে নিয়েছে, যাতে ইসরায়েলি বাহিনীর ছেড়ে যাওয়া এলাকাগুলোতে তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা যায়। স্থানীয় সূত্র জানায়, হামাসের সশস্ত্র ইউনিট ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মোতায়েন হয়েছে কিছু সদস্য সাধারণ পোশাকে, আবার কেউ গাজা পুলিশের নীল ইউনিফর্মে। তবে হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, তারা “রাস্তায় যোদ্ধা মোতায়েন করছে না।”

 

এই সংঘর্ষ গাজার অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যেখানে একদিকে ইসরায়েলি হামলার ক্ষত, অন্যদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে আরও অনিশ্চিত ও বিপজ্জনক। বিশ্লেষকদের মতে, এই ধরনের সংঘর্ষ গাজার ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সব খবর

আরও পড়ুন

গাজা থেকে মুক্ত ২০ জন ইসরায়েলি জিম্মি: কারা তারা?

গাজা থেকে মুক্ত ২০ জন ইসরায়েলি জিম্মি: কারা তারা?

সীমান্তের বাইরে বিস্তৃত এক সংকট

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত সীমান্তের বাইরে বিস্তৃত এক সংকট

অর্থনীতিতে নোবেল পেলেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট

অর্থনীতিতে নোবেল পেলেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট

বৃহস্পতিবার পাকিস্তানের হামলার জবাবে আফগান বাহিনীর পাল্টা আক্রমণে নিহত ৫৮ পাকিস্তানি সেনা

ডুরান্ড লাইনে রক্তক্ষয়ী সংঘর্ষ বৃহস্পতিবার পাকিস্তানের হামলার জবাবে আফগান বাহিনীর পাল্টা আক্রমণে নিহত ৫৮ পাকিস্তানি সেনা

ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনের এক-চতুর্থাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত, ঝুঁকিতে বাংলাদেশ

জাতিসংঘে তহবিল সংকট বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনের এক-চতুর্থাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত, ঝুঁকিতে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর

এক ভিসায় উপসাগরীয় ৬ দেশ ভ্রমণের সুযোগ, জিসিসির নতুন উদ্যোগ

এক ভিসায় উপসাগরীয় ৬ দেশ ভ্রমণের সুযোগ, জিসিসির নতুন উদ্যোগ