সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬, ২১:৩৫
যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহার করার পরিকল্পনা করছেন তিনি। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব সংস্থা আর মার্কিন স্বার্থ রক্ষা করছে না—এমন যুক্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

হোয়াইট হাউস জানিয়েছে, এই আদেশের আওতায় জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে আরও ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে। তবে বিবৃতিতে নির্দিষ্ট করে সংস্থাগুলোর নাম উল্লেখ করা হয়নি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন।  

 

এদিকে আসন্ন কংগ্রেশনাল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে অভিসংশনের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “মধ্যবর্তী নির্বাচনে জিততেই হবে। আমরা যদি না জিতি, তাহলে তারা (ডেমোক্রেটরা) কোনও না কোনও কারণ খুঁজে আমাকে অভিশংসিত করবে।”  

 

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতার কথা উল্লেখ করে তিনি বলেন, দলীয় মতভেদ ভুলে গিয়ে জনগণের সামনে লিঙ্গনীতি, স্বাস্থ্যসেবা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তার নীতিগুলো তুলে ধরতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ভোটারদের মন জয় করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।  

জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত বৈঠকে ৮৪ মিনিটের ভাষণে ট্রাম্প ব্যক্তিগত নানা প্রসঙ্গও তোলেন। তিনি জানান, স্ত্রী মেলানিয়ার পরামর্শে প্রকাশ্যে নাচ বন্ধ করেছেন। পাশাপাশি তিনি কয়েকটি বিতর্কিত দাবি করেন, যেমন—ওয়াশিংটনে সাত মাস ধরে কোনও হত্যাকাণ্ড ঘটেনি। তবে পুলিশের তথ্যমতে, ২০২৫ সালে সেখানে ১২৭টি হত্যাকাণ্ড হয়েছে।  

 

ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে রিপাবলিকানরা ঐতিহাসিক মধ্যবর্তী নির্বাচনে জয়ী হবে। তবে দলের কিছু সদস্য দলীয় লাইনে না চলায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সকল মার্কিন ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সকল মার্কিন ভিসা স্থগিত

পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক বলয়ে যোগ দিতে পারে বাংলাদেশ

আঞ্চলিক ভূরাজনীতির নতুন বাস্তবতা নিয়ে জল্পনা পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক বলয়ে যোগ দিতে পারে বাংলাদেশ

রেজা পাহলভির আহ্বানের পর রাস্তায় হাজারো মানুষ, ইন্টারনেট ব্ল্যাকআউটের অভিযোগ

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র রেজা পাহলভির আহ্বানের পর রাস্তায় হাজারো মানুষ, ইন্টারনেট ব্ল্যাকআউটের অভিযোগ

আইসিজেতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ শুনানি

ঐতিহাসিক সুযোগ বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আইসিজেতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ শুনানি

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ডেলসি রদ্রিগেজ

মাদুরোর অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ডেলসি রদ্রিগেজ

নিকোলাস মাদুরো আটক ও বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

অপারেশন ‘অ্যাবসলিউট রিজলভ’ নিকোলাস মাদুরো আটক ও বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

বাংলাদেশে দীপু দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডে যুক্তরাজ্যের নিন্দা

বাংলাদেশে দীপু দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডে যুক্তরাজ্যের নিন্দা

মুসলিম প্রতিবেশীর উদ্যোগে হিন্দু ভাড়াটিয়ার সৎকার

পশ্চিমবঙ্গের নবদ্বীপে সম্প্রীতির অনন্য নজির মুসলিম প্রতিবেশীর উদ্যোগে হিন্দু ভাড়াটিয়ার সৎকার