সর্বশেষ

বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৬:০১
বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

 

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার স্থানীয় গণমাধ্যম ডন-কে জানান, আহতদের দ্রুত কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা জারি করে।

 

বেলুচিস্তান স্বাস্থ্য সচিব মুজিবুর রহমান বলেন, সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল ও ট্রমা সেন্টারের সব চিকিৎসক, নার্স ও কর্মীদের তাৎক্ষণিক দায়িত্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

কোয়েটার এসএসপি স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালুচ জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সময়ই বিস্ফোরিত হয়। প্রচণ্ড শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

 

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে, ৩ সেপ্টেম্বর, কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। এর আগে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে একাধিক হামলায় বহু প্রাণহানি ঘটে।

 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২৪ সালেই বেলুচিস্তানে ৭৮২ জন নিহত হয়েছিলেন। আর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩০ জন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যাই বেশি।

 

বিশ্লেষকরা বলছেন, বাড়তে থাকা এ সহিংসতা পাকিস্তানের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সকল মার্কিন ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সকল মার্কিন ভিসা স্থগিত

পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক বলয়ে যোগ দিতে পারে বাংলাদেশ

আঞ্চলিক ভূরাজনীতির নতুন বাস্তবতা নিয়ে জল্পনা পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক বলয়ে যোগ দিতে পারে বাংলাদেশ

রেজা পাহলভির আহ্বানের পর রাস্তায় হাজারো মানুষ, ইন্টারনেট ব্ল্যাকআউটের অভিযোগ

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র রেজা পাহলভির আহ্বানের পর রাস্তায় হাজারো মানুষ, ইন্টারনেট ব্ল্যাকআউটের অভিযোগ

আইসিজেতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ শুনানি

ঐতিহাসিক সুযোগ বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আইসিজেতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ শুনানি

যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ডেলসি রদ্রিগেজ

মাদুরোর অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ডেলসি রদ্রিগেজ

নিকোলাস মাদুরো আটক ও বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

অপারেশন ‘অ্যাবসলিউট রিজলভ’ নিকোলাস মাদুরো আটক ও বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

বাংলাদেশে দীপু দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডে যুক্তরাজ্যের নিন্দা

বাংলাদেশে দীপু দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডে যুক্তরাজ্যের নিন্দা