পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার স্থানীয় গণমাধ্যম ডন-কে জানান, আহতদের দ্রুত কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা জারি করে।
বেলুচিস্তান স্বাস্থ্য সচিব মুজিবুর রহমান বলেন, সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল ও ট্রমা সেন্টারের সব চিকিৎসক, নার্স ও কর্মীদের তাৎক্ষণিক দায়িত্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
কোয়েটার এসএসপি স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালুচ জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সময়ই বিস্ফোরিত হয়। প্রচণ্ড শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে, ৩ সেপ্টেম্বর, কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। এর আগে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে একাধিক হামলায় বহু প্রাণহানি ঘটে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২৪ সালেই বেলুচিস্তানে ৭৮২ জন নিহত হয়েছিলেন। আর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩০ জন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যাই বেশি।
বিশ্লেষকরা বলছেন, বাড়তে থাকা এ সহিংসতা পাকিস্তানের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।