সর্বশেষ

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯
৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

 

পিএসসি সূত্র জানায়, এবারের বিসিএসে মোট আবেদন জমা পড়েছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭টি। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী। ঢাকা সহ আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বর একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

৪৭তম বিসিএস বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডারে শূন্য পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি। এছাড়া নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। অর্থাৎ, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

পিএসসি আগেই জানিয়েছিল, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করায় প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

 

পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটকের এসএমএস সেবার মাধ্যমে জানা যাচ্ছে। উত্তীর্ণ প্রার্থীরা এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন।

সব খবর