সর্বশেষ

চাকরির খবর

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৯:২৪
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মোট ১৮টি পদে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

নিয়োগযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রার, চিফ ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, সাইন্টিফিক অফিসার, লাইব্রেরিয়ান, কম্পিউটার প্রোগ্রামার, অফিস সহকারী, হিসাবরক্ষক, স্টোরকিপার, ল্যাব অ্যাটেনডেন্ট, ড্রাইভার, অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মীসহ আরও কয়েকটি পদ।

 

প্রতিটি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা রয়েছে। যেমন, রেজিস্ট্রার পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার প্রোগ্রামার পদের জন্য প্রয়োজনীয় ডিগ্রি ও সফটওয়্যার ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক বা পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান।

 

আবেদনকারীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৫।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

এই নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও গবেষণা কার্যক্রমে গতি আনবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে, দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ও সেবার পরিধি বাড়বে।

 

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে এবং বিজ্ঞপ্তির শর্তাবলি ভালোভাবে পড়ে আবেদনপত্র প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সব খবর