৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষাটি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাসহ বিস্তারিত তথ্য যথাসময়ে কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (https://bpsc.teletalk.com.bd)-এ প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৪ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩১ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হয়।
পিএসসির ঘোষিত সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। এরপর ৯ এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, যার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে। সব ধাপ শেষে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর ২০২৬।
পিএসসি সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের নিয়মিতভাবে পিএসসির ওয়েবসাইট ও টেলিটক পোর্টাল পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে কমিশন।