সর্বশেষ

এমসিকিউ ও মৌখিক পরীক্ষা স্থগিত

বার কাউন্সিলের রিভিউ ফল বাতিল, লিখিত উত্তরের পুনর্মূল্যায়ন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩০
বার কাউন্সিলের রিভিউ ফল বাতিল, লিখিত উত্তরের পুনর্মূল্যায়ন

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন এনে ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিল করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। বার কাউন্সিল সচিব ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার সোমবার এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দেন।

 

বার কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত ২৮ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফল ২৫ অক্টোবর প্রকাশ করা হয়, যেখানে ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হন। ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে বিপুল সংখ্যক অকৃতকার্য প্রার্থী এনরোলমেন্ট কমিটির কাছে আবেদন জানান। এরপর ২৬ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুসারে মোট ৭ হাজার ৫৫৮ জন প্রার্থী রিভিউ আবেদন করেন—যা মোট অকৃতকার্য প্রার্থীর প্রায় ৮২ শতাংশ।

 

এই অতিরিক্ত আবেদন বিবেচনায় এনরোলমেন্ট কমিটি সিদ্ধান্ত নেয়, যেসব প্রার্থী লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪৭ নম্বর পেয়েছেন, তাদের ৩ নম্বর গ্রেস দিয়ে ৫০ নম্বরকে পাস মার্ক ধরে উত্তীর্ণ ঘোষণা করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৮ নভেম্বর রিভিউ ফলাফল প্রকাশ করা হয়। তবে ফলাফল প্রকাশের পর আবারও বহু প্রার্থী তাঁদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন।

 

 

নতুন সিদ্ধান্তে সেই রিভিউ ফলাফল সম্পূর্ণ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

 

এদিকে সোমবার বার কাউন্সিল ভবনের সামনে রিভিউ ফল বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেন উত্তীর্ণ বাতিল হওয়া প্রার্থীরা। তাদের দাবি—“অদৃশ্য চাপে” রিভিউ ফল বাতিল করা হয়েছে। পুনর্বহালের দাবিতে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে নির্ধারিত সময় বিকেল থেকে শুরু হওয়ার কথা থাকা মৌখিক পরীক্ষাও বাধাগ্রস্ত হয়।

 

পরে বার কাউন্সিল কর্তৃপক্ষ জানায়, দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি তোলেন যে একই দিন তাদের মৌখিক পরীক্ষা নেওয়া উচিত ছিল।

 

বিক্ষুব্ধ প্রার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, রিভিউর মাধ্যমে পাস বাতিল করা ‘অন্যায্য’। দ্রুত ফল পুনর্বহাল না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

সব খবর

আরও পড়ুন

আলোচিত ভুয়া বিচার প্রক্রিয়ার প্রতীক

ক্যাঙ্গারু কোর্টের ইতিহাস আলোচিত ভুয়া বিচার প্রক্রিয়ার প্রতীক

হাই কোর্টে স্থায়ী হলেন জুলাই সহিংসতার পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি

বাদ নিতাই রায়ের ছেলে দেবাশীষ রায় চৌধুরী হাই কোর্টে স্থায়ী হলেন জুলাই সহিংসতার পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

হাইকোর্টের রুল প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

এক হাজারের বেশি বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত

সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা এক হাজারের বেশি বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত

ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধে হাইকোর্টে রিট

ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধে হাইকোর্টে রিট

‘মানবতাবিরোধী অপরাধের’ তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে

‘মানবতাবিরোধী অপরাধের’ তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে

তথ্য গোপন করে জামিন, দুই সাবেক প্রশাসককে আদালতের শোকজ

সাংবাদিক নির্যাতন মামলা তথ্য গোপন করে জামিন, দুই সাবেক প্রশাসককে আদালতের শোকজ