সর্বশেষ

সাংবাদিক নির্যাতন মামলা

তথ্য গোপন করে জামিন, দুই সাবেক প্রশাসককে আদালতের শোকজ

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ২২:০২
তথ্য গোপন করে জামিন, দুই সাবেক প্রশাসককে আদালতের শোকজ
বাঁ থেকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগান, অভিযুক্ত রাহাতুল ইসলাম ও নাজিম উদ্দীন

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় তথ্য গোপন করে হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ায় দুই সাবেক প্রশাসককে শোকজ নোটিশ দিয়েছেন আদালত। তারা হলেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সাবেক আরডিসি নাজিম উদ্দীন এবং সাবেক এনডিসি এস এম রাহাতুল ইসলাম। আগামী ৭ দিনের মধ্যে কেন তাদের জামিন বাতিল করা হবে না, সে বিষয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন জেলা জজ মোসাম্মৎ ইসমত আরা।

 

রবিবার (৫ অক্টোবর) নির্ধারিত দিনে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় এ আদেশ দেন আদালত।

 

বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, মামলার চার্জশিট আদালতে দাখিল হলেও আসামিরা বিষয়টি গোপন রেখে গত ২৪ আগস্ট হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের (৪২ দিনের) আগাম জামিন নেন। তারা হলফনামায় দাবি করেছিলেন যে, চার্জশিট তখনও দাখিল হয়নি। তবে তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে চার্জশিট জমা দিয়েছিলেন। এতে প্রতারণার আশ্রয় নিয়ে তারা জামিন নিয়েছেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৪২তম দিনে আত্মসমর্পণ করার কথা থাকলেও তারা তা অমান্য করেছেন।

 

২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। অভিযোগ রয়েছে, তখনকার জেলা প্রশাসক সুলতানা পারভীনের নির্দেশে তিন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে ধরলা নদীর তীরে ক্রসফায়ারের হুমকি দেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের পর ভ্রাম্যমাণ আদালতের নামে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

এ ঘটনায় তীব্র প্রতিবাদের মুখে একদিন পর আরিফ জামিনে মুক্তি পান। পরে তিনি ডিসি সুলতানা পারভীনসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ বছরের জুলাইয়ে চার্জশিট দাখিল করে।

 

চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দীন, এনডিসি এস এম রাহাতুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমাকে অভিযুক্ত করা হয়েছে।

 

আগামী ১৪ অক্টোবর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সব খবর

আরও পড়ুন

দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়

সালিশ পরিষদের বিধান বহাল রাখল হাই কোর্ট দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়

আগাম নোটিশ ছাড়াই আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশে বাধা

নজিরবিহীন সিদ্ধান্তে প্রশ্নের মুখে গণমাধ্যম স্বাধীনতা আগাম নোটিশ ছাড়াই আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশে বাধা

জামিন ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

জামিন ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

কে হচ্ছেন বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি?

আপিল বিভাগের দুই বিচারপতিকে ঘিরে জল্পনা কে হচ্ছেন বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি?

বার কাউন্সিলের রিভিউ ফল বাতিল, লিখিত উত্তরের পুনর্মূল্যায়ন

এমসিকিউ ও মৌখিক পরীক্ষা স্থগিত বার কাউন্সিলের রিভিউ ফল বাতিল, লিখিত উত্তরের পুনর্মূল্যায়ন

আলোচিত ভুয়া বিচার প্রক্রিয়ার প্রতীক

ক্যাঙ্গারু কোর্টের ইতিহাস আলোচিত ভুয়া বিচার প্রক্রিয়ার প্রতীক

হাই কোর্টে স্থায়ী হলেন জুলাই সহিংসতার পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি

বাদ নিতাই রায়ের ছেলে দেবাশীষ রায় চৌধুরী হাই কোর্টে স্থায়ী হলেন জুলাই সহিংসতার পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর