সর্বশেষ

সাহিত্যে নোবেল পেলেন লাজলো ক্রাজনাহরকাই

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৮:০৯
সাহিত্যে নোবেল পেলেন লাজলো ক্রাজনাহরকাই

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাজলো ক্রাজনাহরকাই। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে সুইডিশ একাডেমি তাঁকে এই পুরস্কারে ভূষিত করে। নোবেল কমিটির ভাষায়, “অপোক্যালিপটিক সন্ত্রাসের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠা করে এমন এক গভীর ও দূরদর্শী সাহিত্যভাণ্ডারের জন্য” তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।

 

ক্রাজনাহরকাই তাঁর সাহিত্যজীবনে অন্ধকার, জটিল ও দার্শনিক উপন্যাসের জন্য পরিচিত। তাঁর প্রথম উপন্যাস সাটানট্যাঙ্গো (১৯৮৫) হাঙ্গেরির কমিউনিজম-পূর্ববর্তী এক পরিত্যক্ত গ্রামকে কেন্দ্র করে রচিত, যেখানে রহস্যময় দুই চরিত্রের আগমন আশার বদলে আনে বিভ্রান্তি ও ধ্বংস। এই উপন্যাসটি পরবর্তীতে চলচ্চিত্রে রূপ পেয়েছিল। তাঁর আরেক বিখ্যাত উপন্যাস দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স (১৯৮৯) একটি ছোট শহরে বিশৃঙ্খলা ও ভয়ের আবহে রচিত, যেখানে একটি মৃত তিমির প্রদর্শনী ঘিরে সমাজে নেমে আসে নৈরাজ্য। মার্কিন সমালোচক সুসান সনটাগ তাঁকে “মাস্টার অব দ্য অ্যাপোক্যালিপস” উপাধি দিয়েছিলেন।

 

এবারের নোবেল দৌড়ে আলোচনায় ছিলেন আরও কয়েকজন সাহিত্যিক। চীনা লেখক কান শুয়ে, যিনি বিমূর্ত ও পরীক্ষামূলক লেখার জন্য পরিচিত, তাঁর লাভ ইন দ্য নিউ মিলেনিয়াম বইটি ২০১৯ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের লংলিস্টে ছিল। জাপানি লেখক হারুকি মুরাকামি, যাঁর নরওয়েজিয়ান উড সহ বহু উপন্যাস বিশ্বজুড়ে জনপ্রিয়, তিনিও ছিলেন আলোচনার কেন্দ্রে। কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউড, দ্য হ্যান্ডমেইডস টেল-এর জন্য বিখ্যাত, বহু বছর ধরেই সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রয়েছেন।

 

নোবেল পুরস্কারের ইতিহাসে সাহিত্যে এটি ১২১তম সম্মাননা। সাম্প্রতিক বিজয়ীদের মধ্যে রয়েছেন অ্যানি এরনো, হান কাং, বব ডিলান, আবদুলরাজাক গুরনাহ ও ওলগা তোকারচুক। পুরস্কার বিজয়ী পান ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি ১৮ ক্যারেটের স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র।

 

লাজলো ক্রাজনাহরকাইয়ের এই জয় শুধু হাঙ্গেরির সাহিত্য নয়, বিশ্বসাহিত্যের জন্যও এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাঁর লেখায় যে অন্ধকার, বিশৃঙ্খলা ও মানবিক সংকটের প্রতিচ্ছবি—তা আজকের সময়ের সঙ্গে গভীরভাবে সংলগ্ন।

সব খবর