তুমি জন্মেছিলে স্বপ্নের সোনার বাংলায়,
যখন ধানক্ষেত ঘিরে রক্তের হলি যেন ভাসছিল হাওয়ায়।
মুজিব আদর্শ বুকে নিয়ে,
তোমার হাতেই গড়ে উঠলো মুজিব বাহিনীর স্বপ্ন-বাহন।
যুদ্ধের মাঠে তোমার নির্দেশ ছিল অস্ত্রের চেয়েও তীক্ষ্ণ,
তুমি সংগঠক, তুমি প্রতিরোধের প্রাণ।
যৌবনের আগুনে জ্বেলে দিলে ইতিহাসের মশাল,
আওয়ামী যুবলীগের জন্ম দিলে— যুব নেতৃত্বে প্রিয় অঞ্চল।
তোমার চিন্তায় ছিলো মুক্তির ভাষা,
তোমার চোখে স্বাধীনতার বসন্ত।
গেরিলার পথে পথে রেখে গেলে প্রেরণার সুর,
শত্রুর বুকে কাপন জাগালে অদম্য চেতনা নিয়ে।
শহীদ তুমি, কিন্তু মৃত্যু কী তোমাকে মুছে ফেলতে পেরেছে?
তোমার নাম আজও জ্বলে যুবকের রক্তের ধমনীতে।
তুমি মণি—স্বাধীনতার অমূল্য রতন,
তোমার ইতিহাস চিরকাল বাংলাদেশের মানচিত্রে লেখা।
জয়তু শেখ মণি