সর্বশেষ

খাগড়াছড়িতে সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

অস্থিরতা রুখতে ধৈর্য ও মানবিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪
অস্থিরতা রুখতে ধৈর্য ও মানবিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ

খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠন দীঘিনালা ও রাঙামাটিতে অস্থিতিশীলতা সৃষ্টি করে, যার ফলে তিনজন নিহত ও বহু আহত হন।

 

২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর সিঙ্গিনালায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন শয়ন শীলকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়। এরপর ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠন পিসিপি আন্দোলন, মানববন্ধন ও হরতালের ডাক দেয়। সামাজিক মাধ্যমে দেশি-বিদেশি ব্লগারদের উস্কানিমূলক প্রচারণায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

২৬ সেপ্টেম্বর অবরোধ চলাকালে সেনা টহলদলের ওপর ইট-পাটকেল ছোড়া হয়, এতে তিন সেনা সদস্য আহত হন। সেনাবাহিনী বল প্রয়োগ না করে ধৈর্য ও মানবিকতায় পরিস্থিতি মোকাবিলা করে। ২৭ সেপ্টেম্বর ইউপিডিএফ কর্মীরা বাঙালি জনগোষ্ঠীর ওপর হামলা, গুলি, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সে আক্রমণ চালায়, যা সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নেয়। জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

 

২৮ সেপ্টেম্বর গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ করে রাস্তা অবরোধ করা হয়। সকাল ১০টায় সংঘর্ষে সেনাবাহিনীর ৩ অফিসারসহ ১০ সদস্য আহত হন। বিজিবির গাড়ি ভাঙচুর ও সদস্যদের আহত করার ঘটনাও ঘটে। রামসু বাজারের পাহাড় থেকে ইউপিডিএফ সশস্ত্র দল ১০০–১৫০ রাউন্ড গুলি ছোড়ে, এতে সাধারণ মানুষও গুলিবিদ্ধ হন।

 

সেনাবাহিনীর টহল দল সশস্ত্র সন্ত্রাসীদের ধাওয়া করে এলাকা ত্যাগে বাধ্য করে। ইউপিডিএফের বহিরাগত দুষ্কৃতিকারীরা রামসু বাজারে অগ্নিসংযোগ করে। বিকাল সাড়ে ৪টায় অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

আইএসপিআর জানায়, ইউপিডিএফ নারী ও শিশুদের ব্যবহার করে নাশকতা চালাচ্ছে এবং বহিরাগত সন্ত্রাসীদের অস্ত্রসহ পার্বত্য এলাকায় প্রবেশ করাচ্ছে। বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের চেকপোস্টে বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

 

সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠী, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, অপপ্রচার ও উস্কানির বিপরীতে সেনাবাহিনী দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সব খবর